বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহরে ব্যাহত মিনিবাস পরিষেবা। টোটো চালকদের দৌরাত্ম্য পাশাপাশি টোটো চালকদের বিরুদ্ধে মিনিবাস কর্মীদের মারধরের অভিযোগে সকাল থেকেই বর্ধমান শহরের সমস্ত রুটে মিনিবাস পরিষেবা বন্ধ রাখে বাসকর্মীরা। নবাবহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভও দেখান তাঁরা।
advertisement
বাস চালকদের অভিযোগ, এদিন স্টেশন চত্বরে এক মিনিবাস কর্মীকে মারধর করেছে এক টোটো চালক।এর আগেও এই ঘটনা ঘটেছে। প্রশাসন যতক্ষণ না কোন ব্যবস্থা গ্রহণ করছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি তাঁদের দাবি, যেখানে মিনিবাস দাঁড়ায় সেখান থেকে টোটো সরিয়ে দিতে হবে।বাস কর্মী শেখ সামাদুল বলেন, টোটো চালকরা আমাদেরই এক সহকর্মীকে মারধর করেছে। কোন লাইসেন্স ছাড়াই টোটো চালকরা লোক ডাকবে কিন্তু স্টেশন থেকে নবাবহাট যাওয়ার জন্য আমাদের লোক ডাকা যাবে না। এর আগেও বহুবার এটা দিয়ে ঝামেলা হয়েছে এবং এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানান হয়েছিল কিন্তু কোন সুরাহা হয়নি। এবারও জানিয়েছি কিন্তু এইবার কোন সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কোন গাড়ি চালাব না। আমাদের দাবি, স্টেশন বাজারের মেন রোডের ওপর বাসের রুটে কোন টোটো থাকা যাবে না। টোটো চালকদের জন্য অন্য রুট করে দেওয়া হোক।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন টোটো চালকরা। টোটো ইউনিয়নের সদস্য অখিল দাস বলেন, ‘তাঁদের সঙ্গে কোন রকমের ঝামেলা বা বচসা হয়নি। এবার যদি আমাদের উপর দোষ চাপিয়ে দেয় তাহলে কিছু বলার নেই। আমরা চাই বাস বাসের মতো চলুক, টোটো টোটোর মতো চলুক। যাত্রীরা যাদের সুষ্ঠুভাবে পরিষেবা পায় আমরা সেটাই চেষ্টা করি। টোটো স্ট্যান্ডে কোনও রকম ঝামেলা কাজ হয়নি।’ অন্যদিকে, মিনিবাস পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারাও। বাসযাত্রী অভিযোগ, টাউন সার্ভিস না চলায় হয়রানির শিকার হচ্ছি। বেশি ভাড়া দিয়ে টোটো যেতে হচ্ছে।