Mamata Banerjee at Kamarpukur: 'আমায় ঝালমুড়ি না দিতে অনুরোধ করেছি মহরাজদের', কামারপুকুরে এসে ঝাল না খাওয়ার আসল কারণ বলে দিলেন মমতা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee at Kamarpukur: প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা। কলকাতা থেকে সড়কপথে তিনি পৌঁছোন। সেখানে গোঘাটের এক ত্রাণশিবিরে নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করেন মুখ্যমন্ত্রী।
কামারপুকুরঃ প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা। কলকাতা থেকে সড়কপথে তিনি পৌঁছোন। সেখানে গোঘাটের এক ত্রাণশিবিরে নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করেন মুখ্যমন্ত্রী। ওই ত্রাণশিবির থেকে মমতা যান কামারপুকুরে।
আরও পড়ুনঃ বিহারে SIR নিয়ে হুলূস্থূল, এবার বাংলায় এসআইআর নিয়ে কী অবস্থান দলের, আজ দলীয় বৈঠকে বুঝিয়ে দেবেন অভিষেক
কামারপুকুরে তিনি বলেন, ‘কামারাপুকুর জয়রামবাটিকে যারা ভালবাসেন। তাঁরা সকলেই এখানে আছেন। আমি ঘাটাল যাব প্লাবন দেখতে। আমি মন্দির প্রাঙ্গণে আগে গিয়েছ। আমার সব অনুষ্ঠানে ওনারা যায়। সকলের আশীর্বাদ আমরা পাই। এনারা আমাদের পথ প্রদর্শক।’ মঙ্গলবার অতিথিশালা, ভোগঘর ও পার্কিং লটের শিলান্যাস করেন তিনি।
advertisement
advertisement
তিনি বলেন, ‘ওনারা আমাদের যে ভাবে গাইড করবেন আমরা সেই ভাবে করব। জয়রামবাটি কামারপুকুর ডেভলপমেন্ট বোর্ড গঠন করলাম। ১০ কোটি টাকা আমরা দিচ্ছি। আপাতত পৌনে ছয় কোটি টাকার কাজ হবে। রামকৃষ্ণ সারদা মায়ের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক। তাঁরা গোটা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। মহারাজরা আমাকে মাঝে মাঝে ভাজা মুড়ি দেয়। আমি ওদের বলেছি শুধু ঝাল মুড়ি না পাঠাতে, মাথায় লাগার পর আমি ঝাল খেতে পারি না। ওদের নাড়ু আর সাদা বোঁদে বিখ্যাত। আমি সুযোগ পেলেই এখানে এসে দুই দিন থাকব।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2025 4:48 PM IST










