TRENDING:

Bangla News: মাঝরাতে সিপিআইএম নেত্রীর বাড়ির সামনেই হঠাৎ বিকট শব্দ, মিলল এক চিঠি..শিউরে ওঠা ঘটনা

Last Updated:

Bangla News: সিপিআইএম প্রার্থীর বাপের বাড়ির সামনে রাতের অন্ধকারে হুমকি চিঠি ও বোমা ফাটানোর ঘটনায় আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা: আচমকায় গভীর রাতে হঠাৎ বিকট বোমার আওয়াজ। বাইরে বেরিয়ে এসে এলাকাবাসী দেখে হুমকি চিঠি, প্রাণে মেরা ফেলার হুমকি দেওয়া হয়েছে। যা ঘিরে তীব্র শোরগোল, আতঙ্কিত এলাকার মানুষজন, রাতেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।
এ কী কাণ্ড (ফাইল ছবি)
এ কী কাণ্ড (ফাইল ছবি)
advertisement

সিপিআইএম প্রার্থীর বাপের বাড়ির সামনে রাতের অন্ধকারে হুমকি চিঠি ও বোমা ফাটানোর ঘটনায় আতঙ্ক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংসদে সিপিআইএমের প্রার্থী হয়েছেন পম্পা দাস। সিপিআইএম প্রার্থী পম্পা দাস কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকে। বুধবার রাতে পম্পার বাপের বাড়িতে ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণ। তারপরে পাওয়া যায় হুমকি চিঠি। এমনই দাবি পম্পা সহ এলাকার মানুষ জানের।

advertisement

আরও পড়ুন: ‘খেলা এবার আমি দেখাব’, নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে হুঙ্কার শুভেন্দুর! কাকে করলেন নিশানা?

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। যদিও পম্পার দাবি, সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। চিঠিতে প্রার্থীর মাকে উদ্দেশ্য করে লেখা,”চাই না, তোমার মেয়েকে সাবধান করে দাও, যে জায়গাটায় গেছে, এই জায়গা থেকে সরে আসতে বলো কালকের মধ্যে। ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে, তোমার নাতি ও মেয়ের কোন ক্ষতি হোক আমরা চাই না, তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন হারাক। যে ব্যবসা করে খাচ্ছ, তেমন ব্যবসা করে খাও, সুখে থাকবে। যে রাস্তায় গেছে ওই রাস্তা থেকে ঘুরে আসতে বলো, নইলে আমাদের থেকে কেউ খারাপ হবে না।” যদিও সাদা কাগজে লেখা এই হুমকিতে কোনো নাম বা কাদের তরফে এই চিঠি সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই। ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরাও, তারাও চাইছে এমন ঘটনা যেন পুনরায় না ঘটে তার জন্য পুলিশ ব্যবস্থা নিক।

advertisement

আরও পড়ুন: নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক

এই ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএমের নেতৃত্ব। তাদের দাবি রাতের অন্ধকারে বোমা ফাটানো হয়েছিল, এমনকি চন্দ্রকোনায় বোমা মজুদ করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুরো ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠলেও শাসকদলের তরফে এবিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মিলেনি। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনও। তবে সিপিএমের তরফে অভিযোগ জানানো হবে বলে তারা জানিয়েছে। ঘটনার মধ্যে শুধুই রাজনৈতিক ইন্ধন নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাঝরাতে সিপিআইএম নেত্রীর বাড়ির সামনেই হঠাৎ বিকট শব্দ, মিলল এক চিঠি..শিউরে ওঠা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল