Mamata-Abhishek Banerjee: নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক

Last Updated:

আগামিকাল হতে চলেছে বিজেপি বিরোধী জোট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক। 

নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক
নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক
আবীর ঘোষাল, কলকাতা: আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ। আগামিকাল, শুক্রবার পটনায় হতে চলেছে সেই বৈঠক। যে বৈঠকে যোগ দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর সফরসঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একদিকে রাহুল-সহ বিজেপি বিরোধী একাধিক মুখ। অন্যদিকে মমতা-অভিষেক। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হতে চলেছে পটনা থেকে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক আয়োজনের ব্যাপারে নীতীশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে।
advertisement
advertisement
আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জোট সংক্রান্ত আলোচনায়। আর সেই প্রেক্ষিতে লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যে বিষয়ের উপর জোর দেওয়া হবে তাতে কেন্দ্র সরকার বিরোধী শাসিত কোনও রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করলে সবাইকে একজাট হয়ে তার প্রতিবাদ করতে হবে।
advertisement
সংসদে বিরোধীদের একজোট হয়ে চলতে হবে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়েও সরব হওয়ার বিষয়ে আলোচনা হতে চলেছে। বৈঠকে যে সমস্ত ইস্যুকে সামনে রাখা হবে তাতে বিরোধীদের এক সুরে কথা বলতে হবে। একইসঙ্গে আগামী দিনে এই মঞ্চের তরফে বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata-Abhishek Banerjee: নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement