Mamata-Abhishek Banerjee: নজরে বিজেপি বিরোধী জোট, আজ পটনায় মমতা-অভিষেক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
আগামিকাল হতে চলেছে বিজেপি বিরোধী জোট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক।
আবীর ঘোষাল, কলকাতা: আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ। আগামিকাল, শুক্রবার পটনায় হতে চলেছে সেই বৈঠক। যে বৈঠকে যোগ দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর সফরসঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একদিকে রাহুল-সহ বিজেপি বিরোধী একাধিক মুখ। অন্যদিকে মমতা-অভিষেক। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হতে চলেছে পটনা থেকে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক আয়োজনের ব্যাপারে নীতীশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে।
advertisement
advertisement
আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জোট সংক্রান্ত আলোচনায়। আর সেই প্রেক্ষিতে লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যে বিষয়ের উপর জোর দেওয়া হবে তাতে কেন্দ্র সরকার বিরোধী শাসিত কোনও রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করলে সবাইকে একজাট হয়ে তার প্রতিবাদ করতে হবে।
advertisement
সংসদে বিরোধীদের একজোট হয়ে চলতে হবে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়েও সরব হওয়ার বিষয়ে আলোচনা হতে চলেছে। বৈঠকে যে সমস্ত ইস্যুকে সামনে রাখা হবে তাতে বিরোধীদের এক সুরে কথা বলতে হবে। একইসঙ্গে আগামী দিনে এই মঞ্চের তরফে বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 7:30 AM IST