ঘটনার তদন্তে সিউড়ি থানার পুলিশ । CJM -এর গাড়ি চালক মীর ফুল মহম্মদ জানান , “আমি বাড়ি থেকে আহমদপুর স্টেশন যাচ্ছিলাম CJM স্যারকে আনতে , ঠিক সেই সময় সিউড়ির নতুনপল্লীর কাছে কিছুজন ছেলে মদ্যপ অবস্থায় আমার গাড়ি আটকায় এবং আমার গাড়িতে হালকা ধাক্কা মারে । আমি তখনই দাঁড়ায় । তখন ওরা এসে আমায় গলায় ধরে এবং আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় । আমি কিছু বলতে গেলে আমায় বলে আমি নাকি ওদের গাড়িতে ধাক্কা মেরেছি । তখন কিছু স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে ওদের থামানোর চেষ্টা করলে একজন বাসিন্দার গলার চেন কেড়ে নেয় এবং তাকে মারধর করে ।”
advertisement
আরও পড়ুন: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা
আরও পড়ুন: ‘…গলিল না সোনা’, আদালতে তোলপাড় ফেলে দিলেন পার্থ! অভিষেককে নিয়ে শোরগোল ফেলা মন্তব্য
স্থানীয় বাসিন্দা মহম্মদ আজিজ বলেন , “আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি রাস্তায় ঝামেলা চলছে। আমি গাড়ি থামিয়ে যখন ঝামেলার ওখানে যাই, তখন দেখি একজন চারচাকা গাড়ি চালকের সঙ্গে কিছুজন বাইক আরোহীর ঝামেলা হচ্ছে। তখন সেই ঝামেলা দেখে আমি ওদের বলি রাস্তা থেকে সাইডে গিয়ে ঝামেলা মিটিয়ে নিতে। এই কথা বলতেই ওই বাইক আরোহীর মধ্যে একজন যে চারচাকা গাড়ির কাঁচ ভেঙেছিল, সেই আমার গলা থেকে আমার সোনার চেনটা টেনে ছিড়ে নেই এবং সঙ্গে সঙ্গে আমাকে মারতে লাগে। তারপরই ওই এলাকার স্থানীয় কিছু মানুষ এসে ঝামেলা থামায় ও ওদের মধ্যে একজনকে ধরে ।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে , বাকি বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।