আরও পড়ুন: দুর্ঘটনায় খাদ্যনালি ফেটে পেটে জমছিল মল, অসাধ্যসাধন করে শিল্পীকে জীবনদান চিকিৎসকের!
বিধায়ক সোহমের দাবি, বিধানসভা এলাকার সাধারণ মানুষ তাঁদের অভাব অভিযোগ ও সমস্যা সরাসরি তাঁকে জানাতে পারবেন। এর জন্য একটি ফোন নম্বরও চালু করা হয়েছে। বিধায়ক জানান ৮২৭৬০ ৮১৩২৮ নাম্বারে ২৪×৭ পরিষেবায় তাঁকে ফোন করা যাবে। পূর্ব মেদিনীপুর জেলায় চন্ডীপুর বিধানসভা আসনে বিধায়ক নির্বাচিত হয়েছেন সোহম চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: ভারতে করোনার ভয়াবহতা লেন্সবন্দি করে ফের পুলিৎজার জয়ী দানিশ সিদ্দিকি, কোন ছবিগুলি জানেন?
কলকাতার বাসিন্দা ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার সুবাদে বেশিরভাগ সময়ই নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে থাকতে হয়। এছাড়াও সোহমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে এলাকায় বিধায়কের নাম ভাঙিয়ে তোলাবাজি, আর্থিক প্রতারণা ও ভয় দেখানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে অবশ্য তাঁকে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে গ্রেফতার করান সোহম নিজেই। সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি ঠিক রাখতে এবং সরাসরি সাধারণ মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে জনসংযোগ গড়ে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তারকা বিধায়ক।