Danish Siddiqui wins Pulitzer: ভারতে করোনার ভয়াবহতা লেন্সবন্দি করে ফের পুলিৎজার জয়ী দানিশ সিদ্দিকি, কোন ছবিগুলি জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তাঁর লেন্সবন্দি ছবিতে আজও তিনি মানুষের হৃদয়ে রয়েছেন। (Danish Siddiqui wins Pulitzer)
তিনি আর নেই, কিন্তু তাঁর কাজ আজও সারা বিশ্ববাসীকে চমকে দিচ্ছে। ২০২২ সালে পুলিৎজার পুরস্কার বিজয়ীদের তালিকায় ফের একবার নিজের নাম করে নিলেন ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। রয়টার্সের সাংবাদিক দানিশ আফগানিস্তানে তালিবানদের হামলায় প্রয়াত হয়েছেন। কিন্তু তাঁর লেন্সবন্দি ছবিতে আজও তিনি মানুষের হৃদয়ে রয়েছেন। (Danish Siddiqui wins Pulitzer)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৪০-এর যুবকের বাড়ি মুম্বইয়ে। জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে অর্থনীতিতে স্নাতকের পাঠ শেষে মাস কমিউনিকেশনের একটি কোর্স করেন। টেলিভিশন সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন দানিশ সিদ্দিকি। যদিও পরবর্তীতে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। কর্মদক্ষতা দিয়ে অনায়াসেই সংস্থার প্রধান চিত্র সাংবাদিকের পদ পান দানিশ।
advertisement
ইরাকের মসুলের যুদ্ধ, ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবি, ২০১৯-২০ এ হংকং প্রোটেস্ট, ২০২০ সালে দিল্লির দাঙ্গায় দানিশ সিদ্দিকির তোলা সেই সব ছবি বিশ্ববাসীর চোখে বন্দিত হয়েছিল। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। ফের পেলেন ২০২২ সালে, তবে এবার মরণোত্তর। (সব ছবি সৌজন্যে রয়টার্স)