কয়েকদিন আগেই উত্তরপাড়ায় ভরসন্ধ্য়ায় পড়ে বাড়ি ফেরার সময় অন্য এক তরুণীর সঙ্গে একই ঘটনা ঘটে। তরুণীর গায়ে পিছন দিক থেকে তরল ছুঁড়ে মারা হয়। চ্যাট চ্যাটে সেই তরল তরুণীর চুলে লাগে। এমনই ঘটনার পর সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন শহরের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: থমকে গেল বিয়ে, বর-কনে হতবাক! বিয়েবাড়িতে চিৎকার, ‘আরসিবি, আরসিবি’! কী কাণ্ড দেখুন
advertisement
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কাঁঠাল বাগান এলাকায় এক ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় তাঁকে একই ভাবে তরল ছুঁড়ে মারা হয়। একজন অভিযুক্তকে ধরে ফেলে মারধর করে উত্তেজিত জনতা। সেই সময় টিটাগড় ওয়াগন কারখানার দুই শ্রমিক সেখান দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তের সঙ্গী ভেবে তাঁদেরও মারধর করা হয়। দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
উত্তরপাড়ায় কাঁঠালবাগান বাজার এলাকায় তরুণীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুড়ে মারার অভিযোগ, এক অভিযুক্তকে ধরে উত্তম-মধ্যম দেয় জনতা। দু’জন কারখানার শ্রমিককেও ভুল করে মারধর। একজন ভর্তি উত্তরপাড়া হাসপাতালে। ঘটনা উত্তরপাড়া থানায় অভিযোগ জানান ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে কাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। গত দিনের ঘটনার পর থেকেই তার খোঁজ চলছিল।
রাহী হালদার