যুবকের পরিবার সূত্রে দাবি, বিজয় রাজভর নামে তার এক বন্ধুর সঙ্গে জগদ্দল ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিলেন নিখোঁজ যুবক হায়দার আলী। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এখন নিখোঁজ ওই যুবকের খোঁজ চালানো হচ্ছে জগদ্দল গঙ্গারঘাট সংলগ্ন বিভিন্ন এলাকায়। গঙ্গা জুড়েও চালানো হচ্ছে খোঁজ।
advertisement
নিখোঁজ যুবকের পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। নিখোঁজ ওই যুবকের সঙ্গে যে বন্ধু ছিলেন তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় চড়িয়েছে চাঞ্চল্য। হায়দার আলীর সঙ্গে থাকা বন্ধু বিজয় রাজভর গঙ্গায় তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়িতেও বলেননি।
এরকমই পরিস্থিতিতে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন খোঁজ করতে করতে গঙ্গার ঘাটে এসে দেখেন পড়ে রয়েছে জামাকাপড়। এরপরই স্থানীয় পুলিশের উপস্থিতিতে এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওই যুবক গঙ্গায় তলিয়ে যায়। এখনও অবধি খোঁজ চললেও যুবকের দেহ উদ্ধার হয়নি। এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Narayan Roy