TRENDING:

Bangla News: দিঘায় ইলিশের দুঃখ ভুলে মৎস্যজীবীরা খুশি হল এই মাছ দেখে, চমকে উঠল বাকিরাও

Last Updated:

Bangla News: এই ইলিশ মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ ওঠায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ পেয়ে ইলিশের দুঃখ ভুলে গেল দিঘার মৎস্যজীবীরা। নেই ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর, দিঘায় মাছ শিকারের অনুকূল পরিবেশ ব্যহত হয়েছে। অনুকূল পরিবেশ না থাকায় ইলিশ মাছে ভাটা পড়েছে দিঘায়। মরশুমে রূপলি শস্য জালে না ওঠায় হতাশ মৎস্যজীবীরা।
advertisement

তবে এই ইলিশ মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ ওঠায়। এদিন বেশ কয়েকটি ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বিরল প্রজাতির ভোলা মাছের দাম ওঠে লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুন: চাঁদে পরমাণু বোমা বিস্ফোরণ! পরিকল্পনা সারা, শেষ মুহূর্তে বাধা! ফাঁস মারাত্মক ষড়যন্ত্র

advertisement

পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছরে সমুদ্রে মাছ শিকারে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনায়। মাত্রা অতিরিক্ত গরম বৃষ্টির আগস্টের শেষে। ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ভাটা। আর তাতেই মুখ ভার মৎস্যজীবীদের। তবে এদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এলো লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা মাছ। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল। সরগম হয়ে উঠল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র।

advertisement

View More

আরও পড়ুন: মহাকাশে গিয়েছিল পথকুকুর লাইকা, কী হয়েছিল তার? ৩৫ বছর পর জানা যায় ভয়ঙ্কর সত্য

এদিন মোট ৯ টি তেলিয়া ভোলা মাছ মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিলামে ওঠে। এর দাম ছড়ায় প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। একজন মৎস্যজীবি এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হই চই পড়ে যায় মোহনায়। মূলত গভীর সমুদ্রে এই তেলিয়া ভোলা মাছ পাওয়া যায়। এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই মাছগুলি বিদেশে রপ্তানি হয়। দিঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম চলে। চলতি বছরে এর আগেও দিঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ দর আগে দেখা ওঠেনি। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

—— Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দিঘায় ইলিশের দুঃখ ভুলে মৎস্যজীবীরা খুশি হল এই মাছ দেখে, চমকে উঠল বাকিরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল