TRENDING:

Bangla News: খুচরোর সমস্যা, আর তাতেই লাখ-লাখ টাকার 'দুর্নীতি'! সাগরে ভেসেলে আজব ঘটনা

Last Updated:

Bangla News: খুচরো টাকার সমস্যায় জর্জরিত সাগরের ভেসেল যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: খুচরো টাকার সমস্যায় জর্জরিত সাগরের ভেসেল যাত্রীরা। হিসেব অনুযায়ী ভেসেল ভাড়া ৯ টাকা হলেও, পর্যাপ্ত খুচরো টাকার অভাবে অনেক সময় ১০ টাকা দিতে হচ্ছে‌। ফলে অসুবিধায় পড়ছেন যাত্রীরা।
advertisement

আসলে গ্রামাঞ্চলে ১ টাকার ছোট কয়েন নিয়ে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। ছোট ১ টাকার কয়েন নিতে চান না অনেকেই। এই পরিস্থিতিতে অনেকেই এই এক টাকার হিসাব রাখেন না। কিন্তু ভেসেল পরিষেবার ক্ষেত্রে নিত্যদিন হাজার হাজার যাত্রী চলাচল করে তাই এক এক টাকা জুড়ে অঙ্কটা অনেকটাই বেশি হয়।

আরও পড়ুন: ১৫ দিনের ব্যবধানে বিরল সূর্য ও চন্দ্রগ্রহণ! স্থগিত সব শুভ কাজ, সূতককালের কী প্রভাব জানুন

advertisement

এ নিয়ে যাত্রীদের অধিকাংশই ক্ষুব্ধ। সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন তাঁরা। অনেকে আবার ৯ টাকার বদলে ভাড়া ১০ টাকা করার কথাও বলেছেন। কিন্তু এভাবে টিকিটের সঠিক মূলত না নেওয়ার প্রতিবাদ করেছেন অনেকে। বিষয়টি সম্পর্কে অবগত বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজারা।

আরও পড়ুন: কন্যা রাশিতে গোচর সূর্যের, পৃথিবীর আরও কাছে চাঁদ! কেমন প্রভাব পড়বে দিনরাতে, জানুন

advertisement

তিনি জানিয়েছেন, ‘অনেকেই টাকা ফেরত চান না। কিন্তু টাকা ফেরত নেওয়া উচিৎ।’ বিষয়টি নিয়ে তিনি পরিবহন মন্ত্রীকে জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ‘হয় ১ টাকা ভাড়া বৃদ্ধি করতে হবে। নতুবা ১ টাকা কমাতে হবে। সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে। তা না হলে সমস্যা থেকে যাবে‌।’ বিষয়টি নিয়ে কী করা যায় সেদিকটি তিনি দেখবেন বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: খুচরোর সমস্যা, আর তাতেই লাখ-লাখ টাকার 'দুর্নীতি'! সাগরে ভেসেলে আজব ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল