বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর জন্য এবং শিল্পীদের তৈরি করা শিল্প কলা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই উদ্দেশ্য নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রথমবার মন্দির নগরীর শহর বিষ্ণুপুরে বঙ্গের শিল্প মেলার শুভ সূচনা করা হল।
advertisement
আরও পড়ুন: চাঁদার জুলুমবাজি! প্রতিবাদ করে হাসপাতালে যুবক, রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা অভিযুক্তদের
১৫ আগস্ট ও ১৬ আগস্ট দু’দিনের জন্য যদুভট্ট মঞ্চ প্রাঙ্গনে এই মেলার শুভ সূচনা হয়। বাঁকুড়া জেলার জেলাশাসক সহ ফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন। বাঁকুড়া ও পার্শ্ববর্তী জেলাগুলির ঐতিহ্যবাহী শিল্প, লোকসংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মিলনস্থল ‘বঙ্গের শিল্প’।
আরও পড়ুন: ১৫ অগাস্টের লং উইকেন্ডে দিঘায়! ঢুঁ মারতে ভুলবেন না জগন্নাথ ধামে, অপেক্ষা করছে বাড়তি পাওনা
দুই দিনের মেলা, বর্ণিল হস্তশিল্প প্রদর্শনী, লোকগান, লোকনৃত্য, বিশিষ্ট চিত্রশিল্পী যামিনী রায়ের আর্ট গ্যালারি ও আরও অনেক কিছু! দূরদূরান্ত থেকে বহু কুটিরশিল্পী ও হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন পসরা নিয়ে স্টল বানিয়ে বিক্রি করছেন। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। এখানে রয়েছে বাঁকুড়ার তৈরি রকমারি পিঠে থেকে শুরু করে শিল্পীদের হাতের তৈরি ডোকরা, টেরাকোটা, লন্ঠন, দশ অবতার তাস, শঙ্খ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাষ করা মধু সহ বিভিন্ন জিনিস।