উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার এক গৃহবধূ এই অভিযোগ এনেছেন। তাঁর দাবি, কয়েক মাস আগে প্রতিবেশী ঝন্টু মৃধা কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে প্রথমে কলকাতা এবং পরে মুম্বইয়ে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গিয়ে কোনও কাজ না দিয়ে উল্টে তাঁর উপর শারীরিক নির্যাতন শুরু করেন অভিযুক্ত।
আরও পড়ুনঃ ২০% হারে বোনাস চাই! সরকার নির্ধারিত হারে বোনাসের দাবিতে বড় পদক্ষেপ চা বাগানের শ্রমিকদের
advertisement
এখানেই শেষ নয়! আরও অভিযোগ, মুম্বইয়ে থাকাকালীন বারবার তাঁকে ধর্ষণও করেন ঝন্টু। মাস দু’য়েক আগে কোনও রকমে মুম্বই থেকে পালিয়ে বনগাঁয় ফিরে আসেন ওই গৃহবধূ। এরপর বনগাঁ থানায় ঝন্টু মৃধার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সেই অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশের একটি বিশেষ দল মুম্বই অভিযানে যায়। সেখান থেকে গত শনিবার ঝন্টু মৃধাকে গ্রেফতার করেন তাঁরা। সোমবার অভিযুক্তকে বনগাঁয় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।