২০% হারে বোনাস চাই! সরকার নির্ধারিত হারে বোনাসের দাবিতে বড় পদক্ষেপ চা বাগানের শ্রমিকদের

Last Updated:

Tea Garden Workers Protest: ১৫ তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ ২০ শতাংশ বোনাস দেওয়ার কথা না জানালে ১৬ তারিখ থেকে আন্দোলন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হয়

চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ
চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ সরকার নির্ধারিত ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে ফের আন্দোলন। নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা আন্দোলন শুরু করলেন। এদিন এই দাবির ভিত্তিতে নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং করা হয়। এরপর শ্রমিকরা মেটেলি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাগানের তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও পশ্চিমবঙ্গ চা-মজুর সমিতি যৌথভাবে এই আন্দোলন কর্মসূচি শুরু করে।
নাগেশ্বরী চা বাগান মেরিকো ও সম্মেলন গোষ্ঠীর আওতাধীন। ইতিমধ্যেই বাগান মালিক কর্তৃপক্ষ ৮.৩৩ হারে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দফতরকে চিঠি দিয়েছে। তবে এই হারে বোনাস নিতে নারাজ বাগানের শ্রমিকেরা।
আরও পড়ুনঃ বুলেট থেকে রাজনৈতিক! জেলার ‘এই’ বাজারে রকমারি ঘুড়ির সম্ভার, বিশ্বকর্মা পুজোর আগে উপচে পড়ছে ভিড়
১৫ তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা না জানালে ১৬ তারিখ থেকে আন্দোলন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হয়।
advertisement
advertisement
বাগানের শ্রমিক নেতারা জানান, বাগান মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা এখনও করেনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হল। বাগানে যাতে কোনও অশান্ত পরিস্থিতি তৈরি না হয় এদিন সেই বিষয়ে মেটেলি থানায় এসে আইসিকে জানানো হয়েছে। দ্রুত ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয়ে মালবাজারের শ্রম অধিকারীকে জানানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২০% হারে বোনাস চাই! সরকার নির্ধারিত হারে বোনাসের দাবিতে বড় পদক্ষেপ চা বাগানের শ্রমিকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement