২০% হারে বোনাস চাই! সরকার নির্ধারিত হারে বোনাসের দাবিতে বড় পদক্ষেপ চা বাগানের শ্রমিকদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Tea Garden Workers Protest: ১৫ তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ ২০ শতাংশ বোনাস দেওয়ার কথা না জানালে ১৬ তারিখ থেকে আন্দোলন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হয়
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ সরকার নির্ধারিত ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে ফের আন্দোলন। নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা আন্দোলন শুরু করলেন। এদিন এই দাবির ভিত্তিতে নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং করা হয়। এরপর শ্রমিকরা মেটেলি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাগানের তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও পশ্চিমবঙ্গ চা-মজুর সমিতি যৌথভাবে এই আন্দোলন কর্মসূচি শুরু করে।
নাগেশ্বরী চা বাগান মেরিকো ও সম্মেলন গোষ্ঠীর আওতাধীন। ইতিমধ্যেই বাগান মালিক কর্তৃপক্ষ ৮.৩৩ হারে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দফতরকে চিঠি দিয়েছে। তবে এই হারে বোনাস নিতে নারাজ বাগানের শ্রমিকেরা।
আরও পড়ুনঃ বুলেট থেকে রাজনৈতিক! জেলার ‘এই’ বাজারে রকমারি ঘুড়ির সম্ভার, বিশ্বকর্মা পুজোর আগে উপচে পড়ছে ভিড়
১৫ তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা না জানালে ১৬ তারিখ থেকে আন্দোলন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হয়।
advertisement
advertisement
বাগানের শ্রমিক নেতারা জানান, বাগান মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা এখনও করেনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হল। বাগানে যাতে কোনও অশান্ত পরিস্থিতি তৈরি না হয় এদিন সেই বিষয়ে মেটেলি থানায় এসে আইসিকে জানানো হয়েছে। দ্রুত ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয়ে মালবাজারের শ্রম অধিকারীকে জানানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 5:06 PM IST