বুলেট থেকে রাজনৈতিক! জেলার 'এই' বাজারে রকমারি ঘুড়ির সম্ভার, বিশ্বকর্মা পুজোর আগে উপচে পড়ছে ভিড়

Last Updated:
Khardaha Kite Market: এই ঘুড়ি বাজারের বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে হরেক রকমের ছোট-বড় ঘুড়ি। বুলেট ঘুড়ি, প্রতিযোগিতার ঘুড়ি থেকে কাগজ, প্লাস্টিক, এমনকি রাজনৈতিক ঘুড়িরও দেখা মিলেছে
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ জেলার নানা প্রান্তে কমবেশি বহু সময় আকাশে ঘুড়ি উড়তে দেখা যায়। তবে বিশ্বকর্মা পুজোর সময় সেই সংখ্যা যেন একটু বেড়ে যায়। আকাশের দিকে তাকালেই চোখে পড়ে হরেক রঙের নানা ঘুড়ি।
<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ</strong> জেলার নানা প্রান্তে কমবেশি বহু সময় আকাশে ঘুড়ি উড়তে দেখা যায়। তবে বিশ্বকর্মা পুজোর সময় সেই সংখ্যা যেন একটু বেড়ে যায়। আকাশের দিকে তাকালেই চোখে পড়ে হরেক রঙের নানা ঘুড়ি।
advertisement
2/6
তবে জানেন কি, জেলার বুকেই রয়েছে আস্ত একটা ঘুড়ির বাজার? খড়দহের পি কে বিশ্বাস রোডে গেলেই আপনার চোখে পড়বে পাইকারি ঘুড়ির মার্কেট। পাশাপাশি রয়েছে বাড়ি বাড়ি ঘুড়ি ও লাটাইয়ের কারখানা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
তবে জানেন কি, জেলার বুকেই রয়েছে আস্ত একটা ঘুড়ির বাজার? খড়দহের পি কে বিশ্বাস রোডে গেলেই আপনার চোখে পড়বে পাইকারি ঘুড়ির মার্কেট। পাশাপাশি রয়েছে বাড়ি বাড়ি ঘুড়ি ও লাটাইয়ের কারখানা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
এই এলাকার বহু পরিবার ঘুড়ি তৈরির সঙ্গে যুক্ত। এই ঘুড়ি তৈরি থেকেই তাঁদের রুজিরুটি চলে। এখানে তৈরি হওয়া ঘুড়ি যে শুধু এই বাজারেই বিক্রি হয় তা নয়, এই এলাকার ঘুড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চল ছাড়াও কলকাতার বড়বাজার বা পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাজারে পৌঁছে যায়। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
এই এলাকার বহু পরিবার ঘুড়ি তৈরির সঙ্গে যুক্ত। এই ঘুড়ি তৈরি থেকেই তাঁদের রুজিরুটি চলে। এখানে তৈরি হওয়া ঘুড়ি যে শুধু এই বাজারেই বিক্রি হয় তা নয়, এই এলাকার ঘুড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চল ছাড়াও কলকাতার বড়বাজার বা পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাজারে পৌঁছে যায়। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
ঘুড়ি বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছে, এখান থেকে ঘুড়ির সঙ্গে লাটাই ও সুতোও যায়। এই ঘুড়ি বাজারের বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে হরেক রকমের ছোট-বড় ঘুড়ি। বুলেট ঘুড়ি, প্রতিযোগিতার ঘুড়ি থেকে কাগজ, প্লাস্টিক, এমনকি রাজনৈতিক ঘুড়িরও দেখা মিলেছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
ঘুড়ি বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছে, এখান থেকে ঘুড়ির সঙ্গে লাটাই ও সুতোও যায়। এই ঘুড়ি বাজারের বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে হরেক রকমের ছোট-বড় ঘুড়ি। বুলেট ঘুড়ি, প্রতিযোগিতার ঘুড়ি থেকে কাগজ, প্লাস্টিক, এমনকি রাজনৈতিক ঘুড়িরও দেখা মিলেছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
বিশ্বকর্মা পুজোর আগে জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও মানুষজন এখানে এসে নিজেদের পছন্দমতো ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বিশ্বকর্মা পুজোর আগে জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও মানুষজন এখানে এসে নিজেদের পছন্দমতো ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
এখানে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে পছন্দের লাটাইয়ে সুতো ভরে দিতে কয়েক মিনিট সময় লাগছে। এই ঘুড়ি বাজারে আসলে চোখে পড়বে, কমবয়সি ক্রেতারাও ভিড় করে ঘুড়ি কিনছেন। কয়েকদিন ধরে আকাশের মুখ ভার থাকলেও সুযোগ পেলেই লাটাইয়ের টানে ফরফরিয়ে ঘুড়ি উড়ছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
এখানে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে পছন্দের লাটাইয়ে সুতো ভরে দিতে কয়েক মিনিট সময় লাগছে। এই ঘুড়ি বাজারে আসলে চোখে পড়বে, কমবয়সি ক্রেতারাও ভিড় করে ঘুড়ি কিনছেন। কয়েকদিন ধরে আকাশের মুখ ভার থাকলেও সুযোগ পেলেই লাটাইয়ের টানে ফরফরিয়ে ঘুড়ি উড়ছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement