TRENDING:

Latest Bangla News: মোবাইলে নয়, পার্কে স্কুল! অনলাইন ক্লাস থেকে মুক্তি পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা

Last Updated:

স্কুলে না গিয়েও সবুজে ঘেরা খোলামেলা পরিবেশে স্কুলের মতোই ক্লাস৷ বহুদিন বাদে দেখা হল বন্ধুদের সঙ্গেও (North 24 Parganas News)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুলের মুখ দেখেনি ওরা৷ স্কুল বলতে এখন মোবাইল বা ল্যাপটপে অনলাইন ক্লাস (Online Class)৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হলেও এখনও রাজ্য জুড়ে প্রাথমিক স্তরে ক্লাস চালু হয়নি৷ এই পরিস্থিতিতে স্কুল শুরুর আগে স্কুলের বাইরেই খুদেদের অভিনব ক্লাসের আয়োজন করল বনগাঁ (Bangaon) পুরসভা৷
পার্কে খেলাচ্ছলেই হল স্কুলের ক্লাস৷
পার্কে খেলাচ্ছলেই হল স্কুলের ক্লাস৷
advertisement

বনগাঁ পুরসভার পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলের পিপি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের সোমবার নিয়ে আসা হয়েছিল পুরসভারই পরিচালিত একটি পার্কে৷ সেখানেই খেলতে খেলতে ইংরেজি, অঙ্কের মতো বিভিন্ন বিষয়ের ক্লাস করল খুদেরা৷ স্কুলে না গিয়েও সবুজে ঘেরা খোলামেলা পরিবেশে স্কুলের মতোই ক্লাস৷ বহুদিন বাদে দেখা হল বন্ধুদের সঙ্গেও৷ সবমিলিয়ে বেজায় খুশি পড়ুয়া,শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক, প্রত্যেকেই৷

advertisement

আরও পড়ুন: লকডাউনে স্কুলছুট কত? কেন স্কুলে যেতে নারাজ পড়ুয়ারা? সার্কেল ভিত্তিক সমীক্ষা রাজ্যের

বিশেষ এই ক্লাস দেখতে হাজির ছিলেন বনগাঁ পুরসভার মুখ্য প্রশাসক গোপাল শেঠ৷ তিনি বলেন, 'প্রায় দু' বছর ধরে শিশুরা বাড়িতে বন্দি৷ স্কুলে ফেরার অভ্যাস তৈরি করতেই আমাদের এই উদ্যোগ৷ আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হচ্ছে৷ পার্কের মধ্যে খেলাচ্ছলেই ওরা পড়াশোনা করেছে৷'

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! জানুয়ারি শুরুতেই পড়ুয়াদের জন্য টেস্ট পেপার

অদ্রিকা বক্সী নামে এক খুদে পড়ুয়ার কথায়, 'অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হল৷ একসঙ্গে সবাই অঙ্ক, ইংরেজির ক্লাস করলাম৷ ক্যুইজও হয়েছে৷ খুব ভাল লাগছে৷' সবশেষে পড়ুয়াদের জন্য ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা৷ বাড়তি প্রাপ্তি হিসেবে স্পিড বোটে পার্ক সংলগ্ন ইছামতী নদীতেও পড়ুয়া এবং অভিভাবকদের ঘোরানোর ব্যবস্থা করা হয়৷

advertisement

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বছরের শুরু থেকেই হয়তো প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর অনুমতি দেওয়া হবে৷ দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে ছাত্রছাত্রীরা যাতে মানিয়ে নিতে পারে, তার জন্য বেশ কিছু পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকারও৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Anirudha Kirtania

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: মোবাইলে নয়, পার্কে স্কুল! অনলাইন ক্লাস থেকে মুক্তি পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল