ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বনগাঁ স্টেডিয়ামে জনজোয়ার দেখা যায়। সাধারণ ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে ফুটবল নিয়ে বিপুল উন্মাদনা চোখে পড়ে। এদিনের ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ সম্পাদক কর্তা অনির্বাণ দত্ত, ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি, এসপি বনগাঁ দীনেশ কুমার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কোমেন্টর বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুন : ২৫ কিলোমিটার দূরে ভুল সেন্টারে SSC পরীক্ষার্থী! গ্রীন করিডরে শেষমুহূর্তে যা ঘটল, বিশ্বাসই হবে না
অনির্বাণ দত্ত ফুটবলে পায়ে খেলার সূচনা করেন। তারপর গাইঘাটা পঞ্চায়েত সমিতি এবং বাগদা বিধানসভা একাদশের মধ্যে ফুটবলের লড়াই শুরু হয়। খেলার প্রথম দিকে গাইঘাটা আধিপত্য দেখালেও সময় গড়াতেই বাগদা গাইঘাটার জালে গোল জড়িয়ে দেয়। প্রথমার্ধেই দুটি গোল গাইঘাটার জালে জড়িয়ে দেয় বাগদার খেলোয়াড়রা। দুই শূন্য গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলার আধিপত্য বজায় রেখে খেলার শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করে ফেলে বাগদার বিদেশি খেলোয়াড়। শেষ বাঁশি বাজতেই ৩-০ গোলে ইছামতি কাপের চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় বাগদা বিধানসভা একাদশ।
আরও পড়ুন : দিনেদুপুরে সিনেমার মতো লুঠ! দিল্লি পুলিশের পরিচয়ে প্রতারণা, শিকার প্রাক্তন সেনা কর্মী
বনগাঁর ফুটবল পরিবেশ দেখে খুশি হয়েছেন কলকাতা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তা অনির্বাণ দত্ত। তিনি বনগাঁর ফুটবল মাঠে কলকাতা লিগের খেলা দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্টেডিয়ামের মাঠের কিছুটা উন্নতি ঘটিয়ে এই মাঠেই কলকাতা লীগের খেলা করানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বনগাঁ মাঠে কলকাতা লিগের খেলা দেওয়া হবে এই প্রসঙ্গে ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত খুশির। আমরা আইএফএ কর্তা অনির্বাণ দত্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি।