SSC Exam : ২৫ কিলোমিটার দূরে ভুল সেন্টারে SSC পরীক্ষার্থী! গ্রীন করিডরে শেষমুহূর্তে যা ঘটল, বিশ্বাসই হবে না
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
নিজের গাড়িতে পরীক্ষার্থীকে তুলে রওনা পুলিশ কর্তার। ভবিষ্যৎ বাঁচাতে তৈরি হল গ্রীন করিডর।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার : ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা হাতছাড়া হতে বসেছিল। নির্ধারিত পরীক্ষাকেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন SSC পরীক্ষার্থী। তবে এমন পরিস্থিতিতে ওই চাকরিপ্রার্থীকে সাহায্যের জন্য এগিয়ে আসে পুলিশ। ফলে হাতছাড়া হতে বসা পরীক্ষা দিতে পেরেছেন ওই যুবক। শেষমুহূর্তে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং বিশেষ ব্যবস্থার ফলে বাঁচল পরীক্ষার্থীর ভবিষ্যৎ।
উল্লেখ্য, পুরুলিয়ার বাসিন্দা ডাবুলাল গড়াই-এর পরীক্ষা কেন্দ্র পড়েছিল আলিপুরদুয়ার ১ ব্লকের শিলবাড়ি হাট হাইস্কুলে। কিন্তু ভুল বোঝাবুঝিতে তিনি পৌঁছে যান আলিপুরদুয়ার শহরের বিবেকানন্দ কলেজে। যা আসল কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। হাতে বেশি সময়ও তখন নেই। কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি। কারণ তিনি যখন জানতে পারেন, তিনি ভুল পরীক্ষাকেন্দ্রে এসেছেন, সময় তখন প্রায় সাড়ে ১১টা। রিপোর্টিং টাইম শেষ হওয়ার নির্ধারিত সময় ১১টা ৪৫ মিনিট। ফলে হাতে ছিল মাত্র ১৫ মিনিট সময়।
advertisement
আরও পড়ুন : ৪০ দিনের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের অনন্য শ্রদ্ধা বীরভূমের ছাত্রের! না দেখলে বিশ্বাস হবে না
অবস্থা বুঝেই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। আলিপুরদুয়ার ট্রাফিক বিভাগের ডিএসপি সুব্রত সেন নিজস্ব গাড়িতেই পরীক্ষার্থীকে তুলে রওনা দেন শিলবাড়ি হাট হাইস্কুলের উদ্দেশ্যে। একইসঙ্গে রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য ডিএসপির নির্দেশে তৈরি করা হয় গ্রীন করিডর।
advertisement
advertisement
আরও পড়ুন : ছুটির দিনে দাপিয়ে বেড়াচ্ছে একপাল হাতি! ভয়ে তটস্থ বাসিন্দারা, ভিডিও না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না
পুলিশের এই সহযোগিতা ও গ্রীন করিডর তৈরি করার ফলে অবশেষে ওই SSC পরীক্ষার্থী সকাল ১১টা ৪৩ মিনিটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন। মাত্র ২ মিনিট বাকি থাকতে ঢুকে পড়েন নিজের হলে। পরে পরীক্ষার্থী বলেন, যদি পুলিশকর্তারা সাহায্য না করতেন, তবে আমার এক বছরের প্রস্তুতি সবই নষ্ট হয়ে যেত। আমি কৃতজ্ঞ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 7:39 PM IST