৭২ ঘণ্টা নয়, মাত্র ৫৮ ঘণ্টাতেই কাজ শেষ হয়ে যায় পূর্ব রেলের ব্যান্ডেল জংশনে। সোমবার সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘এটি বিশ্বের বৃহত্তম রিলে রুট ইন্টারলকিং ব্যবস্থা। এখান থেকে একসঙ্গে এক হাজার দু’টি পয়েন্টকে নিয়ন্ত্রণ করা যাবে। এর আগে এই ধরনের যে কাজ হয়েছে তাতে একসঙ্গে ৪৬৯টি পয়েন্টকে নিয়ন্ত্রণ করা যেত।’
advertisement
আরও পড়ুন: কাজ হচ্ছে রেলের, এক ধাক্কায় বাড়ল বাসের ভাড়া! উত্তরবঙ্গগামী বাসের ভাড়া কত হল জানেন?
এ দিকে, ব্যান্ডেল স্টেশনে শুক্রবার থেকে ইন্টারলকিং ছাড়াও কাজ চলছিল থার্ড লাইন সম্প্রসারণের। সেই কাজও নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। থার্ড লাইন সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পরেই ওই অংশ পরিদর্শনে হাজির হয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) প্রতিনিধিরা। সোমবার তাঁরা লাইন পরিদর্শন করেছেন। অতি দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চালানোর ছাড়পত্র পাওয়া নিয়ে রীতিমতো আশাবাদী পূর্ব রেল।
আবীর ঘোষাল