TRENDING:

মাছ ধরা এখন বন্ধ! এদিকে মিলছে না অনুদানের টাকা, চিন্তায় মৎস্যজীবীরা 

Last Updated:

ব্যান পিরিয়ড শুরু হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল, মৎস্যজীবীদের তা পাচ্ছেন না বলে অভিযোগ বেশ কিছু মৎস্যজীবীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ব্যান পিরিয়ড শুরু হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল, মৎস্যজীবীদের তা পাচ্ছেন না বলে অভিযোগ বেশ কিছু মৎস্যজীবীর। ভবিষ্যতে কোনও একদিন পাবেন, এই আশাতেই এখন বুক বাঁধছেন মৎস্যজীবীরা।
advertisement

মৎস্যজীবীরা তাদের সেই কাগজপত্রগুলি যত্ন করে রেখে দিয়েছেন বাড়িতে। অনেকের দাবি দু’মাস টাকা পাবে শুনে খুশি হয়েছিলেন গতবছরেই। টাকা আসবে ভেবে ধার করে সংসার চালিয়েছিলেন। কিন্তু অনেকে টাকা পাননি। এবছর যে পাবেন সেই গ্যারান্টিও নেই‌।

এরমধ্যে আবার নতুন করে ব্যান পিরিয়ড শুরু হওয়ায় নৌকা, ট্রলার সমস্ত কিছু বন্ধ রয়েছে‌। ছোট জেলে নৌকা, ভুটভুটির মাঝিদের আরও অবস্থা খারাপ। তারা তাকিয়ে আছেন কবে টাকা আসবে সেদিকে।

advertisement

আরও পড়ুন- দিদিকে বলেই মিলল সমাধান! পাতকুয়োর জলে দিন গুজরানোর দিন শেষ হচ্ছে এই এলাকায়

View More

গত বছরেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যান, তাদেরকে অর্থসাহায্য করা হবে। সেই অনুযায়ী অনেকেই দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। কিন্তু অনেক মৎস্যজীবীর ভাতা মিলবেনা এবারেও।

advertisement

এই প্রকল্পের কাজ চলছে বলে প্রশাসন সূত্রের খবর। সামুদ্রিক মৎস্যজীবীরা অবশ্যই টাকা পাবে জানানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু কবে সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরা এখন বন্ধ! এদিকে মিলছে না অনুদানের টাকা, চিন্তায় মৎস্যজীবীরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল