Howrah News: দিদিকে বলেই মিলল সমাধান! পাতকুয়োর জলে দিন গুজরানোর দিন শেষ হচ্ছে এই এলাকায়

Last Updated:

কাউকে বলে হয়নি, শেষে দিদিকে বলোতেই হল সমাধান

+
পাতকুয়ো

পাতকুয়ো থেকে চলছে জল তোলার কাজ

হাওড়া: গরমের পূর্ব আভাস পেলেই জল কষ্ট! বসন্তর শুরু থেকে লেগে যায় জলের হাহাকার। গরমকাল মানে তীব্র জল কষ্ট এলাকায়। পানীয় জল মেলা তো আরও কষ্টকর। পানীয় জল বেশ কিছুটা দূর থেকে সংগ্রহ করতে হয়। অথবা টাকা খরচ করে কিনতে হয় পানীয় জল। সংসারের অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জল পেতে ঘরে ঘরে কুয়ো রয়েছে। বেশ কিছু বাড়িতে কুয়ো বা কল কিছুই নেই। তারা প্রতিবেশীদের উপর নির্ভর করেই দিন গুজরাচ্ছেন।
জলের সমস্যা দীর্ঘদিনের, প্রায় ৩৫-৪০ বছর আগের সমস্যা। গরমের কয়েক মাস দারুণ জলের সমস্যা দেখা দেয় এলাকায়। এ ঘটনা রাজ্যের প্রধান কার্যালয় নবান্ন থেকে সামান্য দূরত্বে। সাঁকরাইল ব্লকের বানুপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও সুরাহা মেলেনি বলেই অভিযোগ স্থানীয়দের।
বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের ১১ টি সংসদের বিভিন্ন এলাকায় জলের সমস্যা রয়েছে। সারা বছর কয়েকটা মাস বাদ দিয়ে জলের সমস্যা ঠায়। জলের সমস্যা সমাধানে পঞ্চায়েত বিডিও বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা।
advertisement
advertisement
অবশেষে ‘দিদিকে বলো’তে ফোন করে সমস্যা তুলে ধরতে কেএমডি-এ কাজ শুরু করে। ইতিমধ্যেই পাইপলাইন বসানোর কাজ সমাপ্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে কল লাগিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। খুব দ্রুত রাজগঞ্জ আন্ডারগ্রাউন্ড পাড়ার বহু পরিবার পানীয় জলের সমস্যা মুক্ত হতে চলেছে। বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক তপন দাস জানান, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বিডিও, জেলা পরিষদ এবং কেএমডিকে বারবার জানান হয়েছে। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। অবশেষে ‘দিদিকে বলো’ ফোন করে কাজ শুরু হয়। পাইপলাইন বসছে দেখে স্থানীয় মানুষ খুশি। তবে সমস্ত এলাকায় পানীয় জল সমস্যা সমাধান হলে আরও বেশি খুশির।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান এবং উপ প্রধান জানান, বানুপুর দুই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদে জলের সমস্যা সমাধান হলে তবেই নিশ্চিন্ত হওয়া যাবে।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: দিদিকে বলেই মিলল সমাধান! পাতকুয়োর জলে দিন গুজরানোর দিন শেষ হচ্ছে এই এলাকায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement