আরও পড়ুন: ছাদের দড়িতে বৃষ্টির ফোঁটা, জামাকাপড় আপনা থেকেই ঘরে! ‘স্মার্ট ঘর’ বানিয়ে তাক লাগাল দুই ছাত্র
কথিত আছে, এই অঞ্চল পূর্বে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন এলাকার মানুষের প্রধান জীবিকা ছিল বন থেকে কাঠ মধু সংগ্রহ করা। সুন্দরবনের জলে-জঙ্গলে কথিত আছে, ‘রাখে বনবিবি, মারে কে’৷ খাঁড়ি, বাদাবন আর মউলি-মেছুয়ার জঙ্গলে এই বনবিবি একমাত্র রক্ষাকর্তা৷ তাই সুন্দরবনের মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। যখন তারা বনে যেত তখন বনদেবী তথা বনের অধিষ্ঠাত্রী দেবী মা বনবিবির কাছে পুজো দিয়ে যেত, সেখান থেকে এই রীতি চলে আসছে।
advertisement
সেই রীতি মেনে আজও উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হাড়োয়ার কামারগাতি গ্রামের মানুষ মা বনবিবির পুজো করে থাকে। এই পুজো উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী মেলায় বহুদূরান্ত থেকে সাধারণ মানুষের ঢল নামে কামারগাতি গ্রামে। পাশাপাশি এই মেলার অন্যতম আকর্ষণ মেলার প্রথম তিন দিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় যা স্থানীয় ভাষায় ‘হাজত’ নামে অভিহিত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সবকিছু মিলিয়ে এই মেলা উপলক্ষ্যে মেতে ওঠে এলাকাবাসী।
জুলফিকার মোল্যা