North 24 Parganas News: ছাদের দড়িতে বৃষ্টির ফোঁটা, জামাকাপড় আপনা থেকেই ঘরে! ‘স্মার্ট ঘর’ বানিয়ে তাক লাগাল দুই ছাত্র
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ঘর মডেল আবিষ্কার করল বসিরহাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের দুই ছাত্র।
বসিরহাট: এবার বৃষ্টি এলে তড়িঘড়ি করে ঘরের ছাদে গিয়ে রোদে শুকাতে দেওয়া জামাকাপড় আর তুলতে যেতে হবে না। ছাদে বারান্দার দড়িতে বৃষ্টির ফোঁটা পড়লেই সেন্সরের মাধ্যমে জামা কাপড়গুলি ঘরের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছে যাবে।
আবার বৃষ্টি থামলেই জামা কাপড়গুলি খোলা আকাশের নিচে পৌঁছে যাবে। একইভাবে দিনের আলো পেরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে আলো। আবার রাত পেরিয়ে দিনের আলো ফোটার আগেই বন্ধ হবে আলো। এমন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ঘর মডেল আবিষ্কার করল বসিরহাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের দুই ছাত্র।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলের দুই ছাত্র এই স্মার্ট ঘর আবিষ্কার করল। বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্র এই স্মার্ট ঘর তৈরি করেছে।
মূলত ঘরের উপর সেন্সর ব্যবহার করা হয়েছে। যার ফলে সেন্সরে বৃষ্টি আসলেই নিজে থেকেই সেন্সর থেকে বার্তা গ্রহণ করে সতর্কতা মূলক শব্দ বেজে উঠবে।
advertisement
স্কুলের ল্যাবে পড়ানোর পাশাপাশি অতিরিক্ত সময়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই স্মার্ট ঘর তৈরি করা হয়েছে বলে জানায় ছাত্ররা। স্কুলের দুই ছাত্রের অভিনব স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সাড়া পড়ল ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 3:59 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ছাদের দড়িতে বৃষ্টির ফোঁটা, জামাকাপড় আপনা থেকেই ঘরে! ‘স্মার্ট ঘর’ বানিয়ে তাক লাগাল দুই ছাত্র