Winter Flower Care: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা

Last Updated:

শখের ছাদ বাগানে ভাল মানের গাঁদা পেতে কয়েকটি টিপসেই হতে পারে বাজিমাত।

+
ইনকা

ইনকা গাঁদা চাষে ঝোঁক বাড়ছে

বসিরহাট: শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম গাঁদা। এটি বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায়। আবার বাড়ির বাগানে বা ছাদে টবে শখ করে গাঁদা লাগান অনেকে। তবে শীতকালে শখের বসে অনেকেরই বাড়িতে কিংবা ছাদ বাগানে গাঁদার ডালি ভরিয়ে তোলেন। আর শখের ছাদ বাগানে ভাল মানের গাঁদা পেতে গেলে কয়েকটি টিপসেই হতে পারে বাজিমাত।
গাঁদা ফুলের জন্য প্রয়োজন এঁটেল দো-আঁশ মাটি। তবে খেয়াল রাখতে হবে মাটিতে যেন কোনভাবেই না জল জমে থাকে। ইনকা গাঁদা চাষ করার জন্য উপযুক্ত সার দরকার হয়। ছাদে টবে যেখানে উপযুক্ত সূর্যের আলো পড়ে সেখানে গাঁদা গাছ চাষ করতে হবে। নার্সারি থেকে কোন ভাল জাতের চারা আনা প্রয়োজন। এঁটেল যুক্ত দোআঁশ মাটি, এক বছরের পচানো গোবর সার, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করে রাখতে পারলে ভাল হয়।
advertisement
advertisement
১০ ইঞ্চির টবের নিচে ফুটোর জায়গাটি খোলামকুচি দিয়ে চাপা দিয়ে তার ওপরে ছোট ছোট কাঁকড় এবং বালি দিয়ে ভরাট করে দিতে হবে যাতে টবের অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারে। তবে এই গাছে নানান রকম রোগ দেখা যায়। তার মধ্যে একটি অন্যতম হলো গাঁদা ফুলের কান্ড পচা রোগ। এর জন্য চারা রোপণের আগে টবের মাটি কে ভালো করে রোদ খাওয়াতে হবে। গাঁদা ফুলের পোকার আক্রমণ নেই বললেই চলে তবে অনেক সময় জমিতে শামুকের আক্রমণ হয়। যা গাছের জন্য ভালো না। এমন হলে জমিতে খানিক চুন ছিঁটিয়ে রাখুন।তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শীতের শুরুর আগেই অনেক বাগান প্রেমীরা যে গাঁদা ফুলের গন্ধে মেতে উঠবেন তা আর বলার অবকাশ রাখেনা।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Flower Care: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement