North 24 Parganas News: শীত পড়তেই হাজির পরিযায়ী পাখি, সন্দেশখালি থেকে হাড়োয়া মেছো ভেড়িতে জমাচ্ছে ভিড়

Last Updated:

শীত পড়তেই খাবারের সন্ধানে  এলাকায় ভিড় জমাচ্ছেন পরিযায়ী পাখিরা, সংখ্যা কম থাকায় রীতিমতো মন খারাপ সুন্দরবনবাসীর।

+
মেছো

মেছো ভেড়িতে পরিযায়ী পাখির দল

বসিরহাট: শীত পড়তেই খাবারের সন্ধানে এলাকায় ভিড় জমাচ্ছেন পরিযায়ী পাখিরা, সংখ্যা কম থাকায় রীতিমতো মন খারাপ সুন্দরবনবাসীর।উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেছো ভেড়ি সহ বিভিন্ন জলাশয় রয়েছে। যেখানে মৎস্য চাষ করা হয়, আর শীত পড়তেই দলে দলে ভিড় জমায় পরিযায়ী পাখিরা। কিন্তু এবারে সংখ্যায় কম হওয়ায় রীতিমতো মন খারাপ সুন্দরবনবাসীর।
আরও পড়ুন:  শীতে পিকনিক স্পট খুঁজছেন? কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! জানুন
মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, পানিকৌড়ি, বেকচো সহ বিভিন্ন প্রজাতির পাখিরা এই সকল মেছোভেড়ি সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই তারা ভিড় জমায়। খাবারের সন্ধানেই তাঁরা সুদূর সাইবেরিয়া সহ, পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মায়ানমার থেকেও, এ দেশে এসে ভিড় জমায়। আর প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ  জানাচ্ছেন, পরিযায়ী পাখিরা আসলে তাদের ভালো লাগে, এবং এই সকল পরিযায়ী পাখিরা, পরিবেশের পক্ষে অনেকটাই উপকারে আসে। অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তাদের অনেকটাই ভূমিকা রয়েছে এই সকল পরিযায়ী পাখিদের। সুতরাং পরিবেশ বাঁচাতে গেলে তাদেরকেও প্রয়োজন পড়বে।
advertisement
advertisement
সুন্দরবনবাসীর অভিযোগ মেছো ভেড়ি সহ যে সকল জলাশয় গুলি রয়েছে, সেখানে মৎস্য চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, সে কারণে আসা বন্ধ করে দিচ্ছে এই সকল পরিযায়ী পাখিরা, আর এবছর পাখির ভিড় কম থাকায় রীতিমত মুখ ভার সুন্দরবনবাসীর। তাঁরা চাইছেন আবারও আগের মত পরিযায়ী পাখিরা এসে ভিড় জমাক তাদের এলাকায়। কবে সচেতন হবে মানুষ কবে দুষণমুক্ত হবে পৃথিবী, আবারও পরিযায়ী পাখিদের ভিড় জমবে সেই আগের মত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নাকি আস্তে আস্তে সম্পূর্ণ আসা বন্ধ করে দেবেএই সকল পরিযায়ী পাখিরা।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শীত পড়তেই হাজির পরিযায়ী পাখি, সন্দেশখালি থেকে হাড়োয়া মেছো ভেড়িতে জমাচ্ছে ভিড়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement