ছোট্ট একটা গ্রাম। সকালের রোদ উঠলেই সাহারা গ্রামের একটা কোণায় জীবনের এক অন্যরকম সুর বেজে ওঠে। বাঁশের খচখচে শব্দে ভরে ওঠে উঠোন। কোনও শব্দ নয়, যেন আত্মার আর্তি! দিন চলে, জীবন কাটে… কিন্তু বাঁচা কি চলে? পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক গ্রামীণ এলাকার হাতে গোনা কয়েকটি পরিবারের ভরসা পূর্বপুরুষদের এই কাজ। কাঁচা বাঁশ কেটে তাকে নানা ভাবে বিভিন্ন জিনিস তৈরি করা। কিন্তু এভাবে কি দিন চলে?
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলের এই পুজোয় সামিল প্রতিবেশী রাজ্যের ভক্তরাও
এই গ্রামের ডোম পরিবারের মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশ কেটে তৈরি করছেন ঝুড়ি, কুলো, চালুনি, দোনি। শুধু জিনিস নয়, তাঁরা যেন নিজেদের অস্তিত্বই বুনে চলেছেন প্রতিটি ফাঁকে ফাঁকে। তাঁদের হাতের কাজ আজও গ্রামের বাজারে বিক্রি হয়, আর সেই সামান্য আয়ে চলে তাঁদের জীবনযুদ্ধ। বিভিন্ন গ্রাম থেকে বাঁশ কিনে এনে তাকে কেটে শুকিয়ে হাতের কায়দায় বানিয়ে তোলেন এই সকল জিনিস।
আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম
বাড়ির বড়দের থেকে শিখে কয়েকটি পরিবারের সদস্যরা তৈরি করছেন। যে দামে বাঁশ কিনে আনেন, সেই দামের তুলনায় লাভ হয় না বললেই চলে। তাও কোনওভাবে দিন গুজরান হয় তাদের। ৭০ ছুঁই ছুঁই রেনু ঘোড়াই চোখে জল নিয়ে বলেন,”জানি না আর কতদিন পারব। ছোটবেলা থেকে বাঁশ কাটি, ঝুড়ি বানাই। কষ্ট করি, রাত জেগে কাজ করি। কিন্তু দাম তো মেলে না—তাও এই দিয়েই খেয়ে-পরে বেঁচে আছি। প্রশাসন কি জানে, আমরা আছি?”
ছোট থেকেই এই বাঁশের সঙ্গে দিন শুরু। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে সামান্য কিছু টাকা রোজগার হয় এই বাঁশের নানা জিনিস তৈরি করে। অভাব বাড়ছে সংসারে। সমাজে বাড়ছে প্রতিকূলতা। বাজার ছেয়েছে প্লাস্টিকে।
প্লাস্টিকের জিনিসের রমরমার কারণে বিক্রি কমেছে বাঁশের জিনিসের। স্বাভাবিকভাবে বেশ সমস্যায় পড়েছেন তারা। তারা চান সরকারি সহযোগিতা। বছরের পর বছর বাঁশ শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও নেই কোনও শিল্পীর স্বীকৃতি। আগামীতে সময়ের উন্নতিতে কি হারিয়ে যাবে গ্রামীণ এই শিল্প, নাকি সরকারি সাহায্য পেলে নতুন প্রাণ ফিরে পাবে এই বাঁশ শিল্প, তা বলবে সময়।