TRENDING:

Durga Puja 2021: Puja Travel: ইতিহাসে ডুব দিতে পুজোয় ছোট্ট ছুটিতে আসুন বল্লাল সেনের সাম্রাজ্যের ভগ্নাবশেষে

Last Updated:

Durga Puja 2021: Puja Travel: বামনপুকুর বাজারে বিখ্যাত ‘চাঁদ-এর সমাধিস্থল’ থেকে মিনিট পাঁচেক উত্তর-পশ্চিম বরাবর হাঁটলেই দেখা যাবে সুবিশাল বল্লাল সেনের (Ballala Sena) ঢিপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বামনপুকুর : প্রায় ৮০০ বছরের পুরনো বল্লাল ঢিপি (Ballala Dhipi) নদিয়া জেলার বামনপুকুর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। বামনপুকুর বাজারে বিখ্যাত ‘চাঁদ-এর সমাধিস্থল’ থেকে মিনিট পাঁচেক উত্তর-পশ্চিম বরাবর হাঁটলেই দেখা যাবে সুবিশাল বল্লাল সেনের (Ballala Sena) ঢিপি।
advertisement

অনুমান করা হয় এই ঢিপির নিচেই প্রাচীন আমলের ছিল বল্লাল সেনের নির্মিত প্রাসাদ। তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে সংরক্ষিত করা হয়েছে। বল্লাল ঢিপি প্রায় ৪০০ ফুট লম্বা ও ২৫ থেকে ৩০ ফুট এর উচ্চতা। দূর থেকে দেখলে একটি সবুজ ঘাসে আবৃত পাহাড়ের মত দেখায় এই ঢিপি।

বল্লাল সেনের ইতিহাস:

advertisement

বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় নৃপতি। ১১৬০ থেকে ১১৭৯ সাল পর্যন্ত সেন বংশে রাজত্ব করেছিলেন তিনি। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি ছিলেন বল্লাল সেন। শোনা যায় তিনি তার রাজত্বকালে তার সম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ, মিথিলা ইত্যাদি আরও অনেক অঞ্চল ছিল তার অধীনস্থ। সেই সমস্ত পুরনো ইতিহাস আজও কিছুটা মনে করিয়ে দেবে আপনাকে বল্লাল ঢিপিতে গেলে।

advertisement

 কীভাবে আসবেন:

কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে প্রাইভেট গাড়িতে চলে আসতে হবে ধুবুলিয়ায়। ধুবুলিয়া ঢোকার ঠিক আগেই বাঁ দিকে মায়াপুরের রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়েই সোজা চলে যেতে হবে বামনপুকুর বল্লাল সেনের ঢিপি।

advertisement

আরও পড়ুন-প্রকৃতির সঙ্গে নির্জনতা যাপন চাইলে পুজোয় আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত মংপুতে

এছাড়াও প্রয়োজনে ফোনে ম্যাপের সাহায্য নিতে পারেন। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়তে হবে ধুবুলিয়ায়। সেখান থেকে রয়েছে বাস। বাসে করে যেতে হবে বামনপুকুর বাজার। সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটাপথে পৌঁছে যেতে পারবেন বল্লাল সেনের ঢিপিতে।

advertisement

আরও পড়ুন- নাগরিক জীবন থেকে দূরে আরণ্যক স্বাদ পেতে পুজোয় আসুন বিভূতিভূষণ অভয়ারণ্যে

থাকা খাওয়ার ব্যবস্থা:

বামনপুকুর গ্রামের এক প্রান্তে অবস্থিত বলে থাকা খাওয়ার সুব্যবস্থা তেমন ভাবে নেই। তবে মিনিট পনেরো এগিয়ে আসলে মায়াপুর সংলগ্ন হোটেলে অনায়াসেই থাকা-খাওয়া এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবেদন-মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: Puja Travel: ইতিহাসে ডুব দিতে পুজোয় ছোট্ট ছুটিতে আসুন বল্লাল সেনের সাম্রাজ্যের ভগ্নাবশেষে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল