Durga Pua 2021 : প্রকৃতির সঙ্গে নির্জনতা যাপন চাইলে পুজোয় আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত মংপুতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
মংপু বা মুঙ্গপু (Mongpu) দার্জিলিং (Darjeeling) জেলার একটি ছোট পাহাড়ি গ্রাম
#মংপু: আপনি যদি দার্জিলিংয়ে (Darjeeling) ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে আপনি আপনার ভ্রমণপথের অংশ হিসেবে মংপুতে (Mongpu) সুন্দর একটি দিন ভ্রমণ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। মংপু বা মুঙ্গপু (Mongpu) দার্জিলিং (Darjeeling) জেলার একটি ছোট পাহাড়ি গ্রাম। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৩,৭০০ ফুট উচ্চতায় এবং দার্জিলিং (Darjeeling) থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে অবস্থিত।
আপনি যদি মানুষের কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে কোথাও অবসর কিছুটা কাটাতে চান তবে এই গ্রামটি উপযুক্ত জায়গা। জায়গাটির শুধুমাত্র রাস্তার প্রাকৃতিক দৃশ্যই আপনাকে উন্মত্ত করে তোলার জন্য যথেষ্ট। রাস্তার ধার দিয়ে চলে যাওয়া সবুজ চা বাগান, অর্কিড, ফুলের নার্সারি এবং প্রাচীন জলের ধারা আপনার রোজকার একঘেঁয়ে জীবনে প্রাণ সঞ্চার করে দেবে। গ্রামটি তার সিঙ্কোনা বাগানের জন্যও বিখ্যাত। যার ছালগুলি ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন (Quinine) তৈরিতে ব্যবহৃত হয়। আপনি মংপুতে কুইনাইন কারখানায় গেলে ছাল থেকে কুইনাইন নিষ্কাশন প্রক্রিয়াও দেখতে পারবেন।
advertisement
আরও পড়ুন : পুজোয় বেড়িয়ে আসুন বীরভূম নলাটেশ্বরী মন্দির! এর নেপথ্যে রয়েছে বিশেষ পৌরাণিত কাহিনি
মংপুর স্কুলগুলিও দেখতে বেশ আকর্ষণীয়। এখানে মংপু অর্কিড পার্কে (Mungpoo Cymbidium Orchid Park) ১৫০টিরও বেশি প্রজাতির অর্কিড (orchid) পাওয়া যায়। আপনি যদি কিছু শান্তি এবং নির্জনতা খুঁজছেন, তাহলে স্থানীয় বাজার সংলগ্ন একটি পাহাড়ে অবস্থিত একটি বৌদ্ধবিহার দিনচেন শেরাপ ছোয়েলিং গুম্ফায় (Dinchen Sherap Choiling Gumpa, Mungpoo) ঘুরে আসতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন : নাগরিক জীবন থেকে দূরে আরণ্যক স্বাদ পেতে পুজোয় আসুন বিভূতিভূষণ অভয়ারণ্যে
তিস্তা নদীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ৫৫০ মিটার উচ্চতা থেকে যে অসাধারণ কালিঝোরা জলপ্রপাত পড়ে সেটির দেখতে ভুলবেন না যেন। মংপু (Mongpu) যে জন্য পরিচিত, সেই রবীন্দ্রভবন, তার পরিদর্শন না করে আপনি কীভাবেই বা চলে যেতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রীষ্মকালীন বাড়ি বর্তমানে একটি সংগ্রহশালায় পরিণত হয়েছে ৷
advertisement
advertisement
- কীভাবে পৌঁছাবেন : নিকটতম রেল স্টেশন নিউ জলপাইগুড়ি (এনজেপি - NJP)। এখান থেকে সেবক দিয়ে কালিঝোরা (Kalijhora) হয়ে মংপু (Mongpu) প্রায় ৫২ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি প্রায় ২০০০ টাকায় একটি ছোট গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছতে পারেন। এনজেপি/শিলিগুড়ি থেকে মংপু পৌঁছতে প্রায় ২.৫ ঘন্টা সময় লাগে। নিকটতম বিমানবন্দর বাগডোগরা (Bagdogra Airport) ৷
advertisement
প্রতিবেদন - ভাস্কর চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 11:17 PM IST