আরও পড়ুন: নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল সব রয়েছে, শুধু রাস্তার এই হাল! কোথায় দেখুন
সুত্রের খবর, এদিন সকালে নর্দমা সম্প্রসারনের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা, তার পাশেই একটি দোতলা বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পরে। ঘটনাস্থলেেই চাপা পরে যায় শ্রমিকেরা, অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।
advertisement
আহত শ্রমিক সাহাজাত মন্ডল জানান কাজ করতে করতে হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝে উঠার আগেই সবটা ঘটে যায়, হাসপাতালে আমাকে ভর্তি করতে চেয়েছিল কিন্তু আমি একটু সুস্থ বোধ করায় চলে এসেছি, তিনি যানান তার মাথার পাশে হাতে আঘাত লেগেছে। যদিও চিকিৎসা করার পর তিনি এখন অনেকটাই সুস্থ বলে দাবি করছেন।
মৈনাক দেবনাথ