TRENDING:

Sudden Accident: নর্দমার কাজের সময় ভেঙে পড়ল বাড়ির বারান্দা, চাপা পড়ল ৪ শ্রমিক! তারপর....

Last Updated:

Sudden Accident: সকালে নর্দমা সম্প্রসারনের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা, তার পাশেই একটি দোতলা বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: নবদ্বীপে সরকারি নর্দমা সম্প্রসারনের কাজ চলাকালীন বাড়ির বারান্দার একাংশ ভেঙে গুরুতর আহত চার শ্রমিক। নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় নর্দমা সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। বর্তমানে এই কাজ চলছে শহরের ঢপওয়ালি মোড় থেকে রামসীতা পাড়া সংযোগকারী রাস্তায়, আর মঙ্গলবার এই রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেলবিপত্তি। যার জেরে গুরুতর আহত হন চারজন শ্রমিক।
নর্দমা সম্প্রসারনের কাজ চলাকালীন ভেঙে পড়ল বাড়ির বারান্দা, আহত ৪ শ্রমিক
নর্দমা সম্প্রসারনের কাজ চলাকালীন ভেঙে পড়ল বাড়ির বারান্দা, আহত ৪ শ্রমিক
advertisement

আরও পড়ুন: নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল সব রয়েছে, শুধু রাস্তার এই হাল! কোথায় দেখুন

সুত্রের খবর, এদিন সকালে নর্দমা সম্প্রসারনের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা, তার পাশেই একটি দোতলা বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পরে। ঘটনাস্থলেেই চাপা পরে যায় শ্রমিকেরা, অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

advertisement

আহত শ্রমিক সাহাজাত মন্ডল জানান কাজ করতে করতে হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝে উঠার আগেই সবটা ঘটে যায়, হাসপাতালে আমাকে ভর্তি করতে চেয়েছিল কিন্তু আমি একটু সুস্থ বোধ করায় চলে এসেছি, তিনি যানান তার মাথার পাশে হাতে আঘাত লেগেছে। যদিও চিকিৎসা করার পর তিনি এখন অনেকটাই সুস্থ বলে দাবি করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sudden Accident: নর্দমার কাজের সময় ভেঙে পড়ল বাড়ির বারান্দা, চাপা পড়ল ৪ শ্রমিক! তারপর....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল