এই বিষয়ে ভূবনেশ্বরের একটি আদালতে আবদেন জানায় খড়গপুর ডিভিশন। সিবিআই-র কোনও আপত্তি রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়। সিবিআই জবাবে, এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াও প্রায়ও শেষ। ফলে সিবিআই মনে করছে না এটা থেকে আপাতত কিছু পাওয়ার রয়েছে। কারণ, ইতিমধ্যে ফরেন্সিক তথ্য প্রমাণ নেওয়া হয়ে গিয়েছে। তাই যদি দক্ষিণ পূর্ব রেল মনে করে এগুলিকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করবে, তাহলে আপত্তি নেই।
advertisement
আরও পড়ুন, যাদবপুর কাণ্ডে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী! কর্তব্যও মনে করিয়ে দিলেন বিচারপতি
আরও পড়ুন, পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, কবে কবে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন
এরই প্রেক্ষিতে এগুলিকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। তাতে খড়গপুর ডিভিশন মোট আয় করল ৩ কোটি ৮৬ লাখ টাকা।