স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা চালাচ্ছে পুলিশ। এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
advertisement
বছরের প্রথম দিন পর্যটক ভরা থাকে বকখালিতে। এমন ঘটনা ঘটায় আতঙ্ক যাতে না ছড়ায় সেই ব্যবস্থা করছে পুলিশ। দ্রুত ঘটনাস্থল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই কাজে হাত লাগিয়েছেন। বর্তমানে গাড়িটিকে তোলা হচ্ছে। অন্যান্য গাড়ির গতি নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। নির্বিঘ্নে পর্যটকদের আনাগোনা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।






