আরও পড়ুনঃ ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০! টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে
প্রথমে ওয়ায়েজ আলির বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে জলের তোড়ে অনেক দূরে চলে যায় ওয়ায়েজ। সঙ্গে সঙ্গে পর্যটকদের দলটি সেখানে চেঁচামেচি শুরু করে। এরপর খবর যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সেখান থেকে পুলিশ কর্মীরা এসে ওয়ায়েজের খোঁজ শুরু করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন।
advertisement
এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালানো হয়। পরে ওই যুবকের খোঁজ মেলে। এর আগেও এই বছরেই দু’বার একই ধরণের ঘটনা ঘটেছিল। এদিকে একাধিকবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে পর্যটকরা কেন সমুদ্রে নামছে সেই নিয়ে আক্ষেপ করেছেন স্থানীয়রা। নিখোঁজ যুবকের পরিবারের লোকজনকে খবর দিয়েছে পুলিশ। পর্যটক দলের বাকি সদস্যদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশকর্মীরা সিপিআর দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।