দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার। কিন্তু সেই সাইনবোর্ড দেখেও দেখেন না অনেকেই ফলে ঘটে যায় বিপদ। সম্প্রতি ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার উদাহরণও উঠে এসেছে। এরপরেও বারবার পর্যটকদের সচেতন করে থাকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কর্মীরা। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। এছাড়াও সৈকতে যারা ছবি তোলেন তাঁরাও চেষ্টা করেন সতর্ক করার।
advertisement
আরও পড়ুন: আর ঘুর পথে নয়, এবার সহজেই পৌঁছন যাবে মৌসুনি দ্বীপ…! দিনকয়েকের কষ্টের পর ফের খুশির জোয়ার এলাকায়
এ নিয়ে সুব্রত বিশ্বাস নামের এক ক্যামেরাম্যান জানান, তাঁরা অধিকাংশ সময় সমুদ্র সৈকতে থাকেন। পর্যটকদের যতটা পারেন সতর্ক করেন। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। চারিদিকে সাইনবোর্ড রয়েছে। তবে কিছু পর্যটক এসব মানেন না। ফলে বিপদ ঘটে যায়। সবাই সুষ্ঠু ভাবে নিয়ম মেনে চললে দুর্ঘটনা ঘটার কথা নয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ক্যানেলটির স্রোত বেশি থাকে। জোয়ারের সময় জলে চর পরিপূর্ণ হয়ে গেলে। এই ক্যানালটির জল অনেকটাই বেড়ে যায়। ফলে বকখালিতে এলে সতর্ক থাকতে হবে আপনাকে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা। পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গেই সচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত সকলের। এই কাজটি করলে ভবিষ্যতে কমবে দুর্ঘটনার হার এই কথার সঙ্গে একমত সকলেই।
নবাব মল্লিক





