TRENDING:

Bakkhali Sea Beach: বকখালিতে লুকিয়ে বিপদ...! ছোট্ট ভুলেই হতে পারে মারাত্মক ঘটনা, ঘুরতে গেলে ভুলেও যাবেন না এই এলাকায়

Last Updated:

Bakkhali Sea Beach: দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বকখালি: ঘোরার ইচ্ছে হলে অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকতের কথা। আর সৈকত বলতেই দিঘা, মন্দারমণির পর যে নামটা মাথায় আসে তা হল বকখালি। কিন্তু বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা অগভীর ক্যানেল বা সরু খাল ভাবাচ্ছে সকলকে। এই অগভীর ক্যানেলটির জল খুব কম থাকে, ফলে এটিকে গ্রাহ্য করেন না অনেকেই। এর পিছনে রয়েছে বিস্তীর্ণ চর। ভাটার সময় যেখানে জল থাকেই না। এই চরটিও বিপজ্জনক।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার। কিন্তু সেই সাইনবোর্ড দেখেও দেখেন না অনেকেই ফলে ঘটে যায় বিপদ। সম্প্রতি ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার উদাহরণও উঠে এসেছে। এরপরেও বারবার পর্যটকদের সচেতন করে থাকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কর্মীরা। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। এছাড়াও সৈকতে যারা ছবি তোলেন তাঁরাও চেষ্টা করেন সতর্ক করার।

advertisement

আরও পড়ুন: আর ঘুর পথে নয়, এবার সহজেই পৌঁছন যাবে মৌসুনি দ্বীপ…! দিনকয়েকের কষ্টের পর ফের খুশির জোয়ার এলাকায়

এ নিয়ে সুব্রত বিশ্বাস নামের এক ক্যামেরাম্যান জানান, তাঁরা অধিকাংশ সময় সমুদ্র সৈকতে থাকেন। পর্যটকদের যতটা পারেন সতর্ক করেন। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। চারিদিকে সাইনবোর্ড রয়েছে। তবে কিছু পর্যটক এসব মানেন না। ফলে বিপদ ঘটে যায়। সবাই সুষ্ঠু ভাবে নিয়ম মেনে চললে দুর্ঘটনা ঘটার কথা নয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ক্যানেলটির স্রোত বেশি থাকে। জোয়ারের সময় জলে চর পরিপূর্ণ হয়ে গেলে। এই ক্যানালটির জল অনেকটাই বেড়ে যায়। ফলে বকখালিতে এলে সতর্ক থাকতে হবে আপনাকে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা। পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গেই সচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত সকলের। এই কাজটি করলে ভবিষ্যতে কমবে দুর্ঘটনার হার এই কথার সঙ্গে একমত সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Sea Beach: বকখালিতে লুকিয়ে বিপদ...! ছোট্ট ভুলেই হতে পারে মারাত্মক ঘটনা, ঘুরতে গেলে ভুলেও যাবেন না এই এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল