Mousuni Island: আর ঘুর পথে নয়, এবার সহজেই পৌঁছন যাবে মৌসুনি দ্বীপ...! দিনকয়েকের কষ্টের পর ফের খুশির জোয়ার এলাকায়

Last Updated:

Mousuni Island: দক্ষিণ ২৪ পরগনার এই খেয়াঘাট বন্ধ থাকায় মানুষ নদী পার করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ে।

+
নৌকায়

নৌকায় যাতায়াত

নামখানা: মৌসুনি দ্বীপের পাঁচু গোপাল খেয়াঘাটের পরিষেবা পুনরায় চালু হওয়ায় খুশি স্থানীয়রা। হঠাৎ বর্ষার মাঝেই মৌসুনি দ্বীপের পাঁচু গোপাল খেয়াঘাটের পরিষেবা বন্ধ হয়ে বিপত্তি দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যা মিটেছে।
দক্ষিণ ২৪ পরগনার এই খেয়াঘাট বন্ধ থাকায় মানুষ নদী পার করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ে। বর্ষায় যখন নদীতে জল বাড়ে, জলস্ফীতি দেখা দেয় নদীতে। তখন দেখা যায়, প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মৌসুনি দ্বীপের পাঁচু গোপালের খেয়া ঘাটের ফেরি পরিষেবা।
advertisement
advertisement
সেই কারণে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। যার জন্য প্রায় আধ ঘন্টা ঘুরপথে গিয়ে অন্য খেয়াঘাট থেকে নদী পারাপার করতে হচ্ছিল। চিনাই নদী পারাপারের জন্য এই পঞ্চায়েত এলাকায় মোট ছয়টি খেয়াঘাট রয়েছে। তার মধ্যে একটি খেয়াঘাট বন্ধ ছিল। তাতে দুর্ভোগ বাড়ে। প্রশাসনের হস্তক্ষেপে এই পরিষেবা চালু হয়েছে। বর্তমানে সব মানুষ স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছে যেতে পারছেন। ফলে খুশি সকলেই। আগের মত এখানে এখন সব পরিষেবা মিলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য মৌসুনি দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই দ্বীপে অনেক মানুষজন আসেন। তবে এই খেয়াঘাটটি স্থানীয় বাসিন্দারা বেশি ব্যবহার করতেন। এখন সেখানে সমস্ত সমস্যা মিটেছে।
নবাব মল্লিক 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island: আর ঘুর পথে নয়, এবার সহজেই পৌঁছন যাবে মৌসুনি দ্বীপ...! দিনকয়েকের কষ্টের পর ফের খুশির জোয়ার এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement