আরও পড়ুন: বিয়ে সেরে বাড়ি ফিরেছিলেন মেয়ে-জামাই, আচমকা কী করলেন শ্বশুরমশাই? তুমুল শোরগোল...
তিনি জানান, '' পৃথিবী আজ গভীর রোগে রোগাক্রান্ত। সেই অসুখের নাম বিশ্ব উষ্ণায়ন। ছিঁড়ে গিয়েছে বায়ুমণ্ডলের উপরে থাকা ওজন স্তর। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রবেশ করছে পৃথিবীতে। বিপদ বাড়াচ্ছে জীব মণ্ডলের আর এই রোগের একমাত্র ওষুধ গাছ লাগানো। পৃথিবী না বাঁচলে আমরা বাঁচব না। তাই যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে। বাঁচাতে হবে পরিবেশের ভারসাম্য।''
advertisement
আরও পড়ুন: কম সময়ে বেশি মুনাফার লোভ! বেগুন, কুমড়ো, লাউ, তরমুজে হরমোন ইনজেকশন
পরিবেশ রক্ষার বার্তা দিয়ে শিক্ষক তপনবাবু অতিথির হাতে তুলে দিলেন গোলাপ, পেয়ারা, লেবু-সহ প্রায় তিনশো চারাগাছ। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই ধরনের উদ্যোগ, মানুষকে আরও বেশি পরিবেশ সচেতন করবে, এই আশা প্রকাশ করেছেন পরিবারের সকল সদস্যরা। পাশাপাশি শিক্ষকের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ও আমন্ত্রিত অতিথিরাও। গাছের চারা হাতে পেয়ে আমন্ত্রিত ব্যক্তি যেমন আনন্দ প্রকাশ করেছেন, ঠিক তেমনই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবারকেও। গাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন পরিবারের প্রিয় জন, আশা সকলের।
Kausik Adhikary
কৌশিক অধিকারী