TRENDING:

Bahrampur: মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রিতদের চারাগাছ দিলেন বহরমপুরের পরিবেশপ্রেমী

Last Updated:

পেশায় শিক্ষক তপন মন্ডল মায়ের স্মরণে বিতরণ করলেন পেয়ারা, লেবু, গোলাপের চারা, আর তাঁকে এই কাজে সহায়তা করলেন আর এক পরিবেশ প্রেমী অর্ধেন্দু বিশ্বাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: পৃথিবীতে পবিত্রতম সম্পর্ক হল মা ও সন্তানের বন্ধন। সেই মা যখন জাগতিক বন্ধন ছিন্ন করে অমৃত লোকে পাড়ি দেন, তখন সন্তান তাঁর স্মৃতি তর্পণ করেন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। এ'পর্যন্ত শুনে মনে হতেই পারে এখানে অভিনবত্ব কি আছে? কিন্তু এই নিয়মে যদি কেউ পরিবর্তন আনেন তখন তা অন্য রকম হয় বৈকি! মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার নওদার বাসিন্দা তপন কুমার মণ্ডল গত বছর হারিয়েছেন মা অলোকা মণ্ডলকে। রবিবার ছিল তপন বাবুর মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী। পারলৌকিক রীতি মেনে এদিন তিনি স্মরণ করলেন মা -কে। তবে আর পাঁচজনের মতো করে নয় মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী তে তিনি আমন্ত্রিত অতিথিদের হতে তুলে দিলেন গাছের চারা। আদ্যন্ত পরিবেশপ্রেমী পেশায় শিক্ষক তপন মন্ডল মায়ের স্মরণে বিতরণ করলেন পেয়ারা, লেবু, গোলাপের চারা, আর তাঁকে এই কাজে সহায়তা করলেন আর এক পরিবেশ প্রেমী অর্ধেন্দু বিশ্বাস। জেলার নওদা নিবাসী শিক্ষক তপন কুমার মণ্ডল আগাগোড়াই পরিবেশ প্রেমী।
advertisement

আরও পড়ুন: বিয়ে সেরে বাড়ি ফিরেছিলেন মেয়ে-জামাই, আচমকা কী করলেন শ্বশুরমশাই? তুমুল শোরগোল...

তিনি জানান, '' পৃথিবী আজ গভীর রোগে রোগাক্রান্ত। সেই অসুখের নাম বিশ্ব উষ্ণায়ন। ছিঁড়ে গিয়েছে বায়ুমণ্ডলের উপরে থাকা ওজন স্তর। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রবেশ করছে পৃথিবীতে। বিপদ বাড়াচ্ছে জীব মণ্ডলের আর এই রোগের একমাত্র ওষুধ গাছ লাগানো। পৃথিবী না বাঁচলে আমরা বাঁচব না। তাই যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে। বাঁচাতে হবে পরিবেশের ভারসাম্য।''

advertisement

আরও পড়ুন: কম সময়ে বেশি মুনাফার লোভ! বেগুন, কুমড়ো, লাউ, তরমুজে হরমোন ইনজেকশন

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে শিক্ষক তপনবাবু অতিথির হাতে তুলে দিলেন গোলাপ, পেয়ারা, লেবু-সহ প্রায় তিনশো চারাগাছ। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই ধরনের উদ্যোগ, মানুষকে আরও বেশি পরিবেশ সচেতন করবে, এই আশা প্রকাশ করেছেন পরিবারের সকল সদস্যরা। পাশাপাশি শিক্ষকের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ও আমন্ত্রিত অতিথিরাও। গাছের চারা হাতে পেয়ে আমন্ত্রিত ব্যক্তি যেমন আনন্দ প্রকাশ করেছেন, ঠিক তেমনই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবারকেও। গাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন পরিবারের প্রিয় জন, আশা সকলের।

advertisement

Kausik Adhikary

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bahrampur: মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রিতদের চারাগাছ দিলেন বহরমপুরের পরিবেশপ্রেমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল