TRENDING:

চরম উত্তপ্ত বগটুই, লালনের স্ত্রীয়ের খুনের অভিযোগ, রাস্তায় বসে বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

বিকেলের পর মৃত্যুর খবর আসার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে৷ লালনের পরিবারের লোকের এসে হাজির হন থানায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বগটুই: ফের উত্তাপ বাড়ছে রামপুরহাটের বগটুই গ্রামে৷ বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে৷ সেই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বগটুই গ্রামে৷ সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মানুষ ও মৃত লালন শেখের বাড়ির লোকেরা৷ তাঁরা মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন৷ অবরোধ হয়েছে ১৪ নম্বর জাতীয় সড়কে৷
advertisement

বিকেলের পর মৃত্যুর খবর আসার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে৷ লালনের পরিবারের লোকের এসে হাজির হন থানায়৷ তার পর তাঁরা বসে পড়েন বগটুই মোড়ে৷ সেখানে লালনের স্ত্রী বলেন, ‘‘আমার স্বামীকে মেরে দিয়েছে সিবিআই৷ আমাদের এখনও কোনও খবর দেয়নি৷ আমরা সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি৷ আমার মেয়ে আমাকে ফোন করে খবর দিয়েছে৷ আমি তারপর জানতে পেরেছি৷ আমরা সিবিআই-এর কাজের বিচার চাই৷ আমি খবরে জেনেছি আমার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে

এর পর বগটুই মোড়ে বসেই ক্রমাগত একাধিক অভিযোগ তুলতে থাকেন তিনি৷ বলেন, সিবিআইয়ের গ্রেফতারি থেকে মুক্তির জন্য টাকা চাওয়া হয়েছিল৷ সেই টাকা তিনি দিতে পারেননি বলেই এই ঘটনা ঘটেছে৷ পাশাপাশি লালনের প্রতিবেশীরা বলেন, জিজ্ঞাসাবাদের সময় ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে লালনের উপর৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷ আত্মহত্যার ঘটনা বানিয়ে তোলা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, পান্থশ্রীতে সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর খবর আসে সন্ধ্যাবেলা৷ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালনের৷ তারপরেই উত্তপ্ত হয় বগটুই৷ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে লালনকে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চরম উত্তপ্ত বগটুই, লালনের স্ত্রীয়ের খুনের অভিযোগ, রাস্তায় বসে বিক্ষোভ গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল