বিকেলের পর মৃত্যুর খবর আসার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে৷ লালনের পরিবারের লোকের এসে হাজির হন থানায়৷ তার পর তাঁরা বসে পড়েন বগটুই মোড়ে৷ সেখানে লালনের স্ত্রী বলেন, ‘‘আমার স্বামীকে মেরে দিয়েছে সিবিআই৷ আমাদের এখনও কোনও খবর দেয়নি৷ আমরা সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি৷ আমার মেয়ে আমাকে ফোন করে খবর দিয়েছে৷ আমি তারপর জানতে পেরেছি৷ আমরা সিবিআই-এর কাজের বিচার চাই৷ আমি খবরে জেনেছি আমার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷’’
advertisement
আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
এর পর বগটুই মোড়ে বসেই ক্রমাগত একাধিক অভিযোগ তুলতে থাকেন তিনি৷ বলেন, সিবিআইয়ের গ্রেফতারি থেকে মুক্তির জন্য টাকা চাওয়া হয়েছিল৷ সেই টাকা তিনি দিতে পারেননি বলেই এই ঘটনা ঘটেছে৷ পাশাপাশি লালনের প্রতিবেশীরা বলেন, জিজ্ঞাসাবাদের সময় ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে লালনের উপর৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷ আত্মহত্যার ঘটনা বানিয়ে তোলা৷
উল্লেখ্য, পান্থশ্রীতে সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর খবর আসে সন্ধ্যাবেলা৷ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালনের৷ তারপরেই উত্তপ্ত হয় বগটুই৷ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে লালনকে৷