Suvendu Adhikari: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুভেন্দু অধিকারীর এই দাবিকে অবশ্য় কখনওই গুরুত্ব দিতে চায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস।
#কলকাতা: প্রথমে বলছেলিন, ডিসেম্বর মাসেই রাজ্য় রাজনীতিতে বড় কিছু ঘটবে। তার পর আরও একটু খোলসা করে বলেছিলেন, ডিসেম্বরে রাজ্য়ের সবথেকে বড় ডাকাত ধরা পড়বে। আর গত সপ্তাহ থেকে তো রীতিমতো তারিখ উল্লেখ করে নজর রাখার কথা বলে রাজনৈতিক মহলের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর সেই পূর্বাভাস অনুযায়ী, ১২, ১৪ এবং ২১- ডিসেম্বরের এই তিন দিন বড় কিছু ঘটার কথা। সেই ভবিষ্য়দ্বাণী অনুযায়ী, আজ ১২ ডিসেম্বর। বিরোধী দলনেতার পূর্বাভাস অনুযায়ী, আজ শেষ পর্যন্ত সত্য়িই বঙ্গ রাজনীতির মোড় বদলে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটে কি না, তা নিয়ে সকাল থেকেই রাজ্য় রাজনীতিতে জোর জল্পনা।
শুভেন্দু অধিকারীর এই দাবিকে অবশ্য় কখনওই গুরুত্ব দিতে চায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। বরং গতকাল শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান শ্য়ামল আদককে গ্রেফতার করেছে পুলিশ। তা নিয়েই বরং শুভেন্দুর ডিসেম্বর জল্পনাকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা।
advertisement
advertisement
ঘটনাচক্রে আজই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির কাছে হাজরাতে সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের।
advertisement
ডিসেম্বর মাস নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা বাড়িয়েছেন বিরোধী দলনেতা। গত কয়েকমাস ধরেই তিনি হুঁশিয়ারি দিয়ে এসেছেন, ডিসেম্বরে এমন কিছু ঘটবে, যাতে রাজ্য় সরকারের ক্ষমতা ধরে রাখাই কঠিন হবে। এর পরে অবশ্য় সামান্য় সুর বদল করেন শুভেন্দু। জোর করে গণতান্ত্রিক সরকারকে ফেলা বিজেপি-র নীতি নয় জানিয়ে দেন তিনি। তবে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলকে চাপে ফেলতে ডিসেম্বর নিয়ে নতুন কৌশল নেন তিনি। আবার শুভেন্দুর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষও জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ২ জানুয়ারি বড় কিছু ঘটতে পারে।
advertisement
রবিবারও নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বাকি নেতারাও জেলে যাবেন। একই সঙ্গে ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের দিকে নজর রাখার পরামর্শও দেন তিনি। ফলে আজ সত্য়িই তাঁর ভবিষ্য়দ্বাণী মেলে কি না, সেদিকে নজর সবারই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 9:37 AM IST
