ভাঙাচোরা এই রাস্তা যেন এলাকার মানুষের কাছে নরক যন্ত্রণার সমান হয়ে উঠেছে৷ স্থানীয়দের অভিযোগ, রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। বৃষ্টি হলে কাদায় ভর্তি হয়ে যায় রাস্তা। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে, এলাকার মানুষদের কাজে যেতে, বাজারে যেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বর্ষায় অনেক সময় জল জমে, জলের তলায় চলে যায় রাস্তা।
advertisement
আরও পড়ুন : সারাবছর চাহিদা! কাশফুল থেকে স্বনির্ভরতা, পুজোর বাজার মাতাচ্ছে কুশের আসন
স্থানীয় মহিলারা জানিয়েছেন, এই বেহাল দশার কারণে দিন কয়েক আগে রাস্তা দিয়ে চলার সময় পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা বলছেন, বাগদা পঞ্চায়েতে একাধিকবার জানানোর পারও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতির কাজে নামছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদার বলেন, বর্ষার পরেই ওই রাস্তায় কাজ হওয়ার কথা। গ্রামবাসীদের বলা হয়েছে। নিজেদের উদ্যোগে রাস্তায় ইট ফেলছে। এতে সাধুবাদ জানাচ্ছি। পঞ্চায়েতের তরফে শীঘ্রই রাস্তার কাজ চালু হবে। এখন দেখার এলাকার মানুষদের প্রচেষ্টায় সংস্কার হওয়া রাস্তা, কতদিন চলার যোগ্য থাকে।