খবর পেয়ে প্রতিবেশীরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ (৬৮)। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই একা থাকতেন। চার বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর থেকে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। প্রতিবেশীরা জানান, কিছুদিন আগেও তাঁকে দেখা গেলেও গত কয়েক দিন ধরে তাঁর হদিশ মিলছিল না।
advertisement
মায়ের ছদ্মবেশে তিন বছর ধরে পেনশন তুলছিলেন ছেলে! গ্রেফতারের পর সামনে এল বিভীষিকাময় প্রতারণা
স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা বলেন,
“সকালেই এলাকাবাসী খবর দেন একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে আমরা প্রথমে পুলিশে খবর দিই। পরে জানা যায়, মৃত ব্যক্তি আমাদের হুগলী চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করে।”
এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
