বর্ষার মরসুমে জেলায় জেলায় বেহাল রাস্তার করুণ ছবি উঠে আসছে। কোথাও বেহাল রাস্তার জেরে রোগী যাতায়াতে খাঠিয়া ব্যবহার করতে হচ্ছে আবার কোথাও ঘটছে দুর্ঘটনা। কোথাও রাস্তা সারাইয়ের দাবিতে পথে নেমে বিভিন্ন পন্থা অনুসরণ করে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদে নামতে দেখা যাচ্ছে এলাকাবাসী, স্কুল পড়ুয়া সহ ভুক্তভোগীদের। রাস্তার এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, চন্দ্রকোনায়।
advertisement
আরও পড়ুন: তাজা বোমার সঙ্গে জ্বলন্ত ধূপকাঠি বাঁধা! কীভাবে রেহাই মিলল জানুন
এখানে খাটিয়ায় রোগী নিয়ে যাওয়ার করুণ দৃশ্য দেখা গিয়েছিল। তেমনই এক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ঢলবাঁধের রাস্তার হাল এমনই।
ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড়বড় গর্ত। তাতে জমে আছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ ইকো টুরিজম পার্কে। এছাড়াও এই রাস্তা দিয়ে ঢলবাঁধ, বাচকা, হরিসিংপুর, টকাহেদুয়া সহ একাধিক গ্রামের মানুষ চলাচল করেন। এই এলাকায় রয়েছে বেশকিছু আদিবাসী পরিবারের বসবাস। রাস্তার এই অবস্থা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা সারাইয়ের জন্য প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অবস্থায় বেহাল রাস্তা দ্রুত মেরামত বা নতুন করে রাস্তা তৈরি হোক চাইছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার জেরে জরুরি প্রয়োজনে কোনও বড় গাড়ি আসতে চায়না এলাকায়।এই বিষয়ে চন্দ্রকোনা-২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য,পথশ্রী সহ সরকারি বিভিন্ন স্কিমে রাস্তা মেরামতির প্রকল্প জমা দেওয়া রয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মাধ্যমেও চেষ্টা করা হবে ওই স্কিম থেকে যাতে দ্রুত রাস্তা মেরামত বা নতুন করে তৈরি করা যায়।