জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের কোনিয়াড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যবেক্ষনে আসেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তখনই ধুলনি গ্রামে পৌঁছাতেই রাস্তার দাবীতে বিধায়ককে ঘিরে ক্ষোভ জানাতে থাকেন সাধারণ মানুষ। সেখানে স্থানীয় এক যুবক বিধায়ককে জানান, রাস্তার কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলেদের। রাস্তার বেহাল দশা দেখে, গ্রামে আসা পাত্রীপক্ষের লোক বলছে ভাগাড়ে বাড়ি।
advertisement
আরও পড়ুনঃ তিলজলার রেশ এখনও কাটেনি, এ বারে ভাঙড়ে নাবালিকার হাত-পা বাঁধা অর্ধনগ্ন দেহ উদ্ধার
এখন কী উপায় হবে! তা নিয়েও রীতিমতো প্রশ্ন তোলেন এলাকার যুবকেরা। সমস্যার কথা জেনে বিধায়ক আশ্বাস দেন সমাধানের। পথশ্রী প্রকল্পে দু-কিলোমিটার রাস্তা অবিলম্বে সংস্কার করা হবে বলেও জানানো হয় এলাকাবাসীদের। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এখন দেখার কত দিনে বদলায় এই বেহাল রাস্তার দশা, রাস্তার সংস্কার হলেই এলাকার যুবকদের বিয়ের সমস্যা মিটবে মত স্থানীয়দের।
Rudra Narayan Roy