TRENDING:

Bad Road: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!

Last Updated:

Bad Road: মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: নতুন রাস্তা হবে বলে তোলা হয়েছিল ইট। গ্রামবাসীরাও তখন আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু চারমাস পর আজও রাস্তা তৈরির নামগন্ধ নেই। এদিকে নতুন রাস্তা তৈরির কথা বলে রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে গ্রামবাসীদের চাপের মুখে কিছু যায়গায় ইট গুড়ো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাস্তা সারানোর নামে তৈরি হওয়া গেড়োয় ভুগছেন মথুরাপুরের অর্জুনতলা এলাকার মানুষ।
advertisement

মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায়। কিন্তু কেন এই রাস্তা সরানো হচ্ছে না তার উত্তর কারোর কাছে নেই।

আর‌ও পড়ুন: জীবিকার কারণেই স্ত্রীরোগে আক্রান্ত হচ্ছে সুন্দরবনের মেয়েরা

advertisement

সামনেই লোকসভা ভোট। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হবে ভোটগ্রহণ কেন্দ্র। সেজন্য ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন অফিসাররা। তার আগে গ্রামের রাস্তা সারাই হয় কিনা সেটাই এখন দেখার।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল