মধ্যমগ্রাম চৌমাথায় জেলা পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়ে রূপরেখা নির্ধারণ করা হয়েছে। ভক্তদের চাকলা ধামের উদ্দেশ্যে যাত্রাকে মাথায় রেখে জারি করা হয় নতুন নির্দেশিকা। এদিন থেকেই দিনভর জাতীয় সড়ক ৩৪ ও ১২ নম্বর সহ যশোর রোড ধরে লক্ষাধিক ভক্তরা বাঁকে করে জল নিয়ে যাবেন লোকনাথ ধামের উদ্দেশ্যে। তাই দুর্ঘটনা এড়াতে যান নিয়ন্ত্রণে থাকবে বিশেষ বিধিনিষেধ।
advertisement
আরও পড়ুন: দেশপ্রেম একেই বলে! জলের তলায় স্কুল, সেখানেই পতাকা উত্তোলন! কোথায় জানেন?
মূলত যশোর রোড এবং টাকি রোড- এই দুই পথে প্রতিবছরই ভক্তদের ভিড় জমতে দেখা যায়। যার জেরে ব্যাপক যানজটের সমস্যা দেখা যায়। এবার সেই সমস্যা এড়াতে আগেভাগেই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ডিএসপি ট্রাফিক নিহাররঞ্জন রায় জানিয়েছেন, জেলা শাসকের নির্দেশ মেনে টাকি রোড ও যশোর রোডের কয়েকটি অংশে যান নিয়ন্ত্রণ করা হবে। চাকলা ধামের পথে ভক্তদের সুবিধার্থে আওয়ালসিদ্ধি মোড় হয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তরবঙ্গ ও সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ রাখতে গাড়িগুলিকে ঘুরপথে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধীরে ধীরে ভক্তরা চাকলা ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। প্রশাসনের অনুমান, জন্মাষ্টমীর আগে চাকলা ও কচুয়া ধামে কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে। তাই এই বছর আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলেছে জেলা ট্রাফিক ও প্রশাসন। এখন দেখার প্রশাসনের এই যান নিয়ন্ত্রণে কতটা যানজট মুক্ত থাকে জাতীয় সড়ক সহ জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি।