Independence Day 2025: স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা! বাংলাদেশ সীমান্ত বাহিনীকে বিএসএফের 'মিষ্টিমুখ', পেট্রাপোলে উড়ল তিরঙ্গা

Last Updated:

ভারত-বাংলাদেশ সীমান্তে স্বাধীনতা দিবস উদযাপন।

পেট্রাপোল সীমান্তে স্বাধীনতা দিবস উদযাপন
পেট্রাপোল সীমান্তে স্বাধীনতা দিবস উদযাপন
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ আজ ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিসব। ৭৯’তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে গোটা দেশ। স্কুলে, ক্লাবে, পাড়ার মোড়ে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভারত ও বাংলাদেশ সীমান্তেও স্বাধীনতা দিবস উদযাপিত হল। বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মিষ্টি মুখ করালেন ভারতীয় সেনারা। পেট্রাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে ৭৯’তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হল।
আরও পড়ুনঃ টুথপিকের উপর জাতীয় পতাকা! আসানসোলের অভিষেক মোদকের কীর্তিতে চমকে গেল সবাই, বাড়ির বাইরে দর্শকদের ঠেলাঠেলি
স্বধীনতা দিবস উপলক্ষে বহু সাধারণ মানুষ পেট্রাপোলে এসেছিলেন। নোম্যান্সল্যান্ডে জাতীয় পতাকা উত্তলনের পর বাংলাদেশের বিজিবি-র হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেওয়া হয়। সাধারণ মানুষকেও বিএসএফ মিষ্টি মুখ করিয়েছে এদিন।
advertisement
আরও পড়ুনঃ কাফ সিরাপের নেশায় বুঁদ! ‘নিষিদ্ধ মাদক’ বাংলাদেশে পাচার করতে গিয়ে জঙ্গলে… শেষে যা হল
সাধারণ মানুষেরা বলছেন, ভারতে স্বাধীনতা দিবসে বাংলাদেশ সীমান্ত রক্ষীদের হাতে মিষ্টি তুলে দিয়ে ফের একবার সৌজন্যতার বার্তা দিল ভারত। বাংলাদেশও সেই সৌজন্যতা বজায় রাখুক।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2025: স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা! বাংলাদেশ সীমান্ত বাহিনীকে বিএসএফের 'মিষ্টিমুখ', পেট্রাপোলে উড়ল তিরঙ্গা
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement