এমত অবস্থায় খুশির খবর শুনিয়েছে ঝালদা পৌরসভা। ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগারওয়াল জানিয়েছেন পৌরসভায় আবাসের টাকা রয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে আবাস যোজনার টাকা দেওয়া হবে। আর এই খবর পেয়ে খুশি।
আরও পড়ুনঃ খাদ্য ও পানীয় জলের সংকটে বন্যা দুর্গতরা! ত্রাণ নিয়েও রয়েছে ক্ষোভ, দেখুন
এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগারওয়াল বলেন , আমরা ইতিমধ্যেই গ্রাহকদের চিঠি দেওয়া শুরু করেছি। যারা ইতিপূর্বে কিছু টাকা পেয়ে বাড়ি তৈরি করা শুরু করেছে তারা সেই দরখাস্ত জমা করুক। এবং পরবর্তী টাকার জন্য আবেদন করুক। পৌরসভার পক্ষ থেকে তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হবে।
advertisement
এ বিষয়ে গ্রাহকেরা বলেন , তারা কয়েকটা কিস্তির টাকা পেলেও বাকি কিস্তির টাকা পাচ্ছে না আর তাতেই তাদের বাড়ি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। এতে তাদের অনেক সমস্যা হচ্ছে। পৌরসভা থেকেই ঘোষণা করা হয়েছে আবেদন করার জন্য যাতে পুনরায় তারা টাকা পায়। এই টাকা পেলেই তারা অনেকটাই উপকৃত হবেন।
গরীব দুঃস্থ মানুষের মাথার ঠাঁই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পর আয়তাধীন হয়েঅনেকেই মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। তবে ঝালদার বহু মানুষ আজও এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তবে পৌরসভার ঘোষণা অনুসারে তারা আবারও আশায় বুক বেঁধেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি