আরও পড়ুনঃ ছোট্ট ‘আমলকি’-তেই ধরাশায়ী সুগার-কোলেস্টেরল! তবে রোজ সকালে খেতে হবে শুধু এই নিয়মেই
বাংলার আবাস যোজনা প্রকল্পে আবেদনকারীদের দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। যে টাকায় তাঁরা মাথা গোঁজার একটা স্থায়ী ঠিকানা পাবেন। বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে দেওয়া হবে ষাট হাজার টাকা। বাড়ি তৈরির কাজ খানিকটা অগ্রগতি হলে বাকি টাকা দেওয়া হবে। সেই হিসাব মত আবেদনকারীরা প্রথম ধাপের ষাট হাজার টাকা পেতে শুরু করেছেন।
advertisement
প্রশাসনের এই উদ্যোগে প্রায় ১২ লক্ষ পরিবার উপকৃত হবে। কারণ এতগুলি পরিবারকে বাড়ি তৈরির জন্য দেওয়া হবে টাকা। খুব স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির জন্য টাকা হাতে পেয়ে খুশি আবেদনকারীরা। প্রশাসনকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে জেলার গ্রামাঞ্চলগুলিতে এবং জঙ্গলমহল এলাকায় এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুনঃ রোজের রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন কি এই ‘তেল’ বিষের সমান? বাড়ায় হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি
উল্লেখ্য, বহু পরিবার দীর্ঘদিন ধরে আবাস যোজনার জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে চলতি বছরেই কয়েক মাস আগে শুরু হয় আবেদন প্রক্রিয়া। তারপর প্রশাসনের তরফ থেকে সার্ভে করা হয়। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। আর বাড়ি তৈরির এই টাকা পেয়ে খুশি সকলেই।
নয়ন ঘোষ