TRENDING:

Auto driver's Noble Act: ৯৮ হাজার ৬৫০ টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল...! শুনলে তাজ্জব হবেন!

Last Updated:

Auto driver's Noble Act: মানবিকতার পরিচয় দিলেন এক অটোচালক। অটোতে ফেলে যাওয়া ৯৮ হাজার ৬৫০ টাকা ফেরত দিলেন তিনি! থানার পক্ষ থেকে অটোচালককে দেওয়া হয় বিশেষ সম্মান। গোটা ঘটনা জানলে চমকে যাবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাবড়া, জিয়াউল আলম: গল্প নয়! একেবারে সত্যি এই ঘটনা। মানবিকতার পরিচয় দিলেন এক অটোচালক। মানবিকতার পরিচয় দিলেন এক অটোচালক। গোটা ঘটনা জানলে চমকে যাবেন!
৯৮ হাজার টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল...! শুনলে তাজ্জব হবেন!
৯৮ হাজার টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল...! শুনলে তাজ্জব হবেন!
advertisement

শুক্রবার রাতে বৃষ্টির ভেতর আসামের গৌহাটি থেকে আসা এক যাত্রী অশোকনগর স্টেশন মোড় থেকে একটি অটো রিজার্ভ করেছিলেন । সেই মতো যাত্রীকে নিয়ে বৃষ্টির মধ্যে রওনা হন অটোচালক। নগরউখড়া যাওয়ার পথে কিছুটা যেতেই অশোকনগর থানার কাজলা এলাকায় মাঝপথে ওই যাত্রী অটো থেকে নেমে যান। অটোচালককে কিছু না বলে চলে যান‌।

advertisement

আরও পড়ুন- কাগজ কুড়োতে গিয়ে উড়ে গেল হাত! ভয়াবহ বিস্ফোরণ এসএন ব্যানার্জি রোডে

খানিক পরেই অটোচালক বোঝেন, ওই যাত্রী তাঁর টাকার ব্যাগ ফেলে গিয়েছেন অটোতেই। যাত্রী যেখানে নেমে গিয়েছিলেন, সেখানেই আবার ছোটেন অটোচালক। একাধিকবার খোঁজ করেও সেই যাত্রীকে পাওয়া যায় না। সেই রাতেই অশোকনগর থানায় অটোচালক পলাশ দাশগুপ্ত ব্যাগে থাকা ৯৮ হাজার ৬৫০ টাকা এবং ব্যাগে থাকা অন্যান্য সামগ্রী জমা দেন।

advertisement

আরও পড়ুন- ছাড়াতে সমস্যা? আস্ত মোচা দিয়েই রাঁধুন এই সুস্বাদু পদ! টেক্কা দেবে সব রান্নাকে…

এর পর, শনিবার সকালে দিলীপ সাহা  নামের সেই যাত্রী অটোস্ট্যান্ডে গিয়ে অটোচালকের সঙ্গে দেখা করেন। এর পরেই অটোচালক ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় আসেন। অটোচালক থানায় আসতেই সততার পুরস্কার হিসেবে অটোচালক অটো থেকে নামতেই থানার কর্তব্যরত কনস্টেবল তাঁকে স্যালুট জানান।

advertisement

পাশাপাশি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করও চেয়ার ছেড়ে এসে অটোচালকের সঙ্গে হাত মেলান। পুলিশের উপস্থিতিতে অটোচালক পলাশ দাশগুপ্ত ওই টাকা এবং অন্যান্য সামগ্রী তুলে দেন দিলীপ সাহার হাতে। ব্যাগ ফিরে পেয়ে খুশি দীপকও।

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিলীপ জানান, তাঁর বাড়ি আসামে। তিনি দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সে দিন ভুলে অটো থেকে নেমে যান তিনি।পাশাপাশি তিনি জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সামান্য ছোলা বিক্রি করে সংসার চালান। জমানো যা টাকা ছিল, তিনি নিয়ে চলে আসেন। টাকা ফিরে না পেলে বড় বিপদ হয়ে যেত তাঁর। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ধন্যবাদ জানান পুলিশ এবং অটোচালককে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Auto driver's Noble Act: ৯৮ হাজার ৬৫০ টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল...! শুনলে তাজ্জব হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল