এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বকুলতলা এলাকায়। সেদিন দুপুরে বারুইপুর থেকে আমতলার দিকে যাচ্ছিল একটি অটো। সেই সময় বারুইপুরের দিক থেকেও আসছিল অপর একটি অটো। আচমকাই কিছু বুঝে ওঠার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একটি আটোর চালক কাশীনাথ সিংয়ের (৫০) মৃত্যু হয়। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকায়। এই দুর্ঘটনার জেরে অটোতে থাকা কানন নস্কর নামে এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি বারুইপুর টংতলা এলাকায়।
advertisement
আরও পড়ুন: হেলা ফেলার পুঁইশাক ফলিয়ে এবার পকেট ভরুন
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সকলে মিলে আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রথমেই অটোচালক কাশীনাথ সিং-কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বারুইপুর হাসপাতালে ছুটে আসে মৃতের পরিবার। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
সুমন সাহা