আরও পড়ুন- মাঝরাতে ট্রেনের টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ! RPF দরজা ভাঙতেই ভিতরে যা দেখা গেল…তাজ্জব সবাই!
সূত্রের খবর, নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে এক বেসরকারী ব্যাঙ্কের একটি এটিএমে ডাকাতির উদ্দেশ্যে গ্যাসকাটার দিয়ে কাটা হচ্ছিল। ঘোলা থানার পুলিশের পেট্রলিং চলছিল সেই সময়, ঘোলা থানার পুলিশ ধরে একজন দুষ্কৃতীকে। গ্যাস কাটার দিয়ে সেই কাটছিল। যেহেতু ঘটনাটি ঘোলা থানা ও নিউ ব্যারাকপুর থানার বর্ডার লাইনে, এবং এটিএমটি নিউ ব্যারাকপুর থানার অধীনে পড়ায় ঘোলা থানা থেকে খবর যায় নিউ ব্যারাকপুর থানায়, নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাকড়াও করে।
advertisement
পুলিশকে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরও দু’জন। যদিও আসলাম খান নামে বছর আঠাশের এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলবাড় জেলায় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রু ড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সি অ্যাসোটিলিন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা এর আগেও রাজস্থান-সহ বিভিন্ন জায়গায় এ ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। বাকি ডাকাত দলের সদস্যদেরকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।