পরবর্তীতে বেয়াড়া বাজার থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম মেশিন উদ্ধার করে পুলিশ। বেসরকারি এটিএম-এ কোনও সিকিউরিটি গার্ড ছিলেন না। বাগদা থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার রাত পাহারায় ছিল। ভোরের দিকে তারা বাড়ি ফিরতেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা, জানাচ্ছে ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বর্ধমানে পরপর ৩ জনের মৃত্যু, কারণ কি বিষমদ? চরম আতঙ্কে গোটা শহর
advertisement
ভোরের দিকে ব্যবসায়ীরা জানতে পারেন এটিএম মেশিন লুঠ হয়েছে। বাগদা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: অন্তর্বতী জামিন শেষ, জেলে ফেরার আগেই মারাত্মক ঘটনা ছত্রধরের সঙ্গে! ভর্তি হাসপাতালে
অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেয়াড়া বাজারে। ব্যবসায়ীরা জানাচ্ছে, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা বলে জানাচ্ছে বেয়াড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরেশ গাইন ।